কুমিল্লার হোমনায় সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৯-৭৪১৮) জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় হোমনা-মেঘনা রোডের জয়দেবপুর মাথাভাঙ্গা এলাকায় প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) টিবলু মজুমদার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে হোমনা থানায় মামলা করেছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার জয়দেবপুরে মাথাভাঙ্গা এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে মাদক কারবারিরা তাদের প্রাইভেট কার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে প্রাইভেট কারটি ফেলে চালক ও তার সহযোগী ফসলি জমির ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, এ সময় ফেলে যাওয়া প্রাইভেট কারটি তল্লাশি করে ১৫ হাজার ৬০০ ইয়াবা উদ্ধারের পাশাপাশি কারটি জব্দ করা হয়।
ওসি সাইফুল ইসলাম বলেন, মাদক কারবারিরা সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে মাদকের চালান নিয়ে আসে। হোমনাকে মাদকের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সময়ে এগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় গাড়ির চালক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে