Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

‘৮টায় আসচুং এলা ৫টা কোনো মাল পানুং না’

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:৫১

রংপুরের গঙ্গাচড়ায় সারা দিন লাইনে দাঁড়িয়েও টিসিবি মাল না পেয়ে এভাবেই রাস্তার পাশে বসে আছেন রেনু বালা। ছবি: আব্দুর রহিম পায়েল  ‘হামারগুলার মতো গরিব মানুষেরা যাতে রমজান মাসে তেল, চিনি, কালাই, ছোলা কম দামে কিনি খাবার পায় এ জন্য সরকার হামাকগুলাক টিসিবি দেয়। কিসের কি কম দামে কিনি খামো। সেই সকাল ৮টার সময় কাজকাম ছারি আসচুং, রইদোত দারে থাকনুং, এলা বাজে ৫টা, কোনো মাল পানুং না।’ 

আজ শনিবার সারা দিন লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য না পেয়ে এভাবে আক্ষেপ করে বলছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আজিবর রহমান। তিনি আরও বলেন, ‘মাল দেওয়ার আগত ডিলারের লোকজন টাকা নিয়া থুয়া দিছে। আর কোনো খবর নাই। দুই টাকা বাঁচপার আসি যদি একটা দিন পরে তাহলে এমার এগুলা মাল নিয়া লাভ কী? বর্তমান যে কামলার দাম দিনটাত কাজ করলে ৫০০ টাকা পানুং হয়। সারা দিন গেল এখন পর্যন্ত মাল মানুং না।’ 

জানা গেছে, সারা দেশের মতো রংপুরের গঙ্গাচড়ায় পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভর্তুকিমূল্যে ছোলাসহ নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। রোজা উপলক্ষে দেশব্যাপী ১ কোটি ফ্যামেলি কার্ডধারী টিসিবির পণ্য কিনতে পারবে। ৪টি পণ্য ৪৭০ টাকার প্যাকেজে বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার মেসার্স নাফিসা এন্টারপ্রাইজের মাধ্যমে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য বিতরণ করা হয়। 

গঙ্গাচড়ায় টিসিবি মাল নিতে মানুষের ভিড়।  ছবি: আজকের পত্রিকা ভোক্তারা সকালে কম দামে পণ্য কিনতে এসে ভোগান্তিতে পড়েন। এ সময় ভোক্তারা অভিযোগ করেন, চিনি ও ছোলায় ১৫০-২০০ গ্রাম ওজন কম দেওয়া হচ্ছে।

কোলকোন্দ ইউনিয়নের চরচিলাখালের শ্রীমতী রেনু বালা বলেন, ‘বাবা মুই সেই সকাল ১০টায় আসচুং, এলা পাঁচটা বাজে এলাং পাং নাই টিসিবির মাল নিবার।’ 

একই এলাকার আলম মিয়া বলেন, ‘সাত ঘণ্টা হনুং আসবার আরো যে কয় ঘণ্টা লাগবে আল্লাহ জানে। রাইতোত এই চর বাড়ির রাস্তাত ৬-৮ কিলো রাস্তা কেমনে যাইম, টাকা আগোত জমা দিয়া আরো বিপদত পরচুং বাবা।’ 

শুধু আজিবর, রেনু বালা, আলম মিয়া নন-এ সময় টিসিবির পণ্য কিনতে আসা প্রায় ৫০ জনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে, ডিলারের অব্যবস্থাপনার কারণে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে। 

গঙ্গাচড়ায় সারা দিন লাইনে দাঁড়িয়েও মাল না পেয়ে ক্লান্ত এক বৃদ্ধ। ছবি: আজকের পত্রিকা  এ বিষয়ে নাফিসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাহিদা আক্তার আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘লোকজন বেশি হওয়ায় সামাল দেওয়া কঠিন হয়েছে। আমি কারও ওপর পুরোপুরি ছেড়ে দিতে পারছি না। এবার আমার অভিজ্ঞতা হলো পরবর্তী সময়ে এ ধরনের সমস্যা হবে না।’ ওজনে কম দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওজনে মাল কম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার লোকজন ভালো করে মাল ওজন করে তারপর প্যাকেট করেছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের উপজেলায় এবারে টিসিবির নতুন ডিলার ১৪ জনের মতো বেড়েছে, কীভাবে মালামাল সরবরাহ করতে হবে তাঁদের জানা নেই। তাঁদের অব্যবস্থাপনার কারণেই জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে।’ মাল কম দেওয়ার বিষয় তিনি বলেন, ‘আমাকে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা কিছু ভিডিও পাঠিয়েছে। ভিডিওগুলো আমি দেখেছি। কম দেওয়ার বিষয় তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মাছ চুরির জন্য ডেকে নিয়ে হত্যা, মরদেহ মিলল চিংড়িঘেরে

    ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২ 

    জাবিতে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

    সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    সিলেট সিটি নির্বাচন: সরব আ.লীগে বিভক্তি, নিষ্ক্রিয় বিএনপি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো