Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

এই সরকারের অধীনে পাড়ার ক্লাবেরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: গণতন্ত্র মঞ্চ

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২২:৫৪

শনিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। ছবি: আজকের পত্রিকা  এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এই সরকারের অধীনে পাড়ার কোনো সংগঠন বা ক্লাবেরও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

আজ শনিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর পল্টন মোড়ে অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন এবং সংবিধান সংস্কারের লক্ষ্যে এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তিস্তার পানি প্রত্যাহার বন্ধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে এ কথা বলেছেন বক্তারা। 

সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার দেশের স্বার্থ বিক্রি করে বিদেশি শক্তির হাতে দেশের সম্পদ তুলে দেওয়ার খেলা খেলছে। তারা মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার কেড়ে নিয়েছে। যেই সরকার সুপ্রিম কোর্টের বার নির্বাচনে পুলিশ লাগিয়ে হাইজ্যাক করে নেয়, তারা দেশের সাধারণ নির্বাচন তো দূরে থাক একটা পাড়ার সংগঠনের বা ক্লাবেরও গ্রহণযোগ্য নির্বাচন করতে সমর্থ না।’ 

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সুপ্রিম কোর্টের বার নির্বাচনে পুলিশ দিয়ে সরকার যা করেছে, সেটা দেশের ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায়। দ্রব্যমূল্য সহনীয় করার কোনো ইচ্ছাই এই সরকারের নাই। কারণ, সরকার নিজেই একটা সিন্ডিকেট। দ্রব্যমূল্য তারা বাড়াতেই থাকবে। এর বিরুদ্ধে লড়াই করাটাই একমাত্র পথ।’ 

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘পাঁচ-সাতটি বড় বড় শিল্পগোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে। ভোজ্যতেল থেকে পোলট্রির মুরগি সবকিছুই সিন্ডিকেটের হাতে। সিন্ডিকেট ইচ্ছেমতো দাম বাড়ায়। শিগগিরই চূড়ান্ত আন্দোলন হবে, জনগণ এই আন্দোলনে বিজয়ী হবে।’ 

সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সরকার রাতের অন্ধকারে বিরোধী দলের কর্মীদের তুলে নিয়ে মুখ বন্ধ করার ষড়যন্ত্রে নেমেছে। এই সরকার মুখে সংবিধানের কথা বলে জনমানুষের অধিকার কেড়ে নেওয়াতে ব্যস্ত। 

সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক হাসিবউদ্দীন হোসেন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সরকার ভিন্নমত দমনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে: গণঅধিকার পরিষদ

    আগাম নির্বাচন করে জনগণকে বোকা বানাতে চায় সরকার: মির্জা ফখরুল 

    উদ্ধৃতিটি দিনমজুরের, নাকি প্রথম আলোর, প্রশ্ন কাদেরের

    এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি: আমীর খসরু

    লুটেরা সরকারের কাছে মানুষ দেশপ্রেম শিখবে না: সিপিবি

    দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার: জিএম কাদের 

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ