শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

সেকশন

 

‘আইনের লোক পরিচয়ে অভিযান, পোশাক নেই কেন জানতে চাইতেই গুলি’

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২৩:৩১

প্রতীকী ছবি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আসামি গ্রেপ্তারের সময় র‍্যাবের গুলিতে আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত এবং হুমায়ুন নামে একজন গুলিবিদ্ধ হন। নিহতের পরিবার বলছে, সাদা পোশাকে আসামি ধরতে গেলে পরিচয় জানতে চাওয়া হয়। এ সময় র‍্যাব গুলি চালায়। অন্যদিকে র‍্যাব বলছে, এলাকাবাসীর হামলায় আত্মরক্ষার্থে গুলি চালায় র‍্যাব। এতে ওই ব্যক্তি মারা যান। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

র‍্যাব বলছে, রোজিনা আক্তার নামে এক যুবতীকে গলা কেটে হত্যার ঘটনার আসামি সেলিম মিয়াকে গ্রেপ্তারের সময় র‍্যাবের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহতের ছেলে দ্বীন ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ১২টার সময় একই গ্রামের আমির আলীর ছেলে সেলিমকে কে বা কারা মারধর করছিলেন। এ সময় দ্বীন ইসলামের পিতা আবুল কাশেম জানতে চান, কেন তাঁকে মারধর করা হচ্ছে। তাঁরা আইনের লোক পরিচয় দিলে তাঁদের পোশাক নেই কেন জানতে চান আবুল কাশেম। এ কথা বলতেই প্রথমে তাঁর বাঁ পায়ে আঘাত করা হয়। এ সময় আবুল কাশেম চিৎকার করলে তাঁর পেটে গুলি করা হয়। গুলির আওয়াজ শুনে গ্রামবাসী বেরিয়ে এলে র‍্যাব গুলি করতে করতে এলাকা ত্যাগ করে। এ সময় হুমায়ুন কবির নামে আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন। 

র‍্যাব-১১-এর সিইও তানভীর মুহাম্মদ পাশা বলেন, গত বৃহস্পতিবার ওই এলাকায় এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে র‍্যাব-১১-এর একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় এলাকাবাসী র‍্যাবের ওপর হামলা করলে আত্মরক্ষার জন্য র‍্যাব গুলি করে। সেখানে আবুল কাশেম গুলিবিদ্ধ হন। এ সময় র‍্যাবেরও চার সদস্য আহত হয়েছেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরও খবর পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     

    গাংনীতে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ, মারা গেছে বেশ কিছু গরু

    দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড

    মতলবে মেঘনার বালু অবৈধভাবে উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

    নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুই বেয়াইয়ের মৃত্যু

    নলডাঙ্গায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 

    গাংনীতে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন ডিজিজ, মারা গেছে বেশ কিছু গরু

    অ্যান্ড্রয়েড অ্যাপেই গেম বিক্রি করবে এক্সবক্স

    রয়টার্সের প্রতিবেদন

    বিদ্যুতের দাম নিয়ে আপত্তি থাকলেও আদানির সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে না

    দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

    বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৫৫ জনের চাকরি

    মদ খেয়ে মন্দিরে দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে অসদাচরণ, ১ ব্যক্তির কারাদণ্ড