Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

নারীর হৃৎপিণ্ড রান্না করে খেতে দেন পরিবারকে, এরপর ২ জনকে হত্যা

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:৩২

 লরেন্স পল কারাগার থেকে আগাম মুক্তির কয়েক সপ্তাহ পরেই এই জঘন্য হত্যাকাণ্ড ঘটান। ছবি: সংগৃহীত জেল থেকে ছাড়া পেয়ে এক নারীকে হত্যা করেন মার্কিন নাগরিক লরেন্স পল অ্যান্ডারসন (৪৪)। এরপর তাঁর হৃৎপিণ্ড নিয়ে বাড়ি গিয়ে আলু দিয়ে রান্না করেন। পরিবারকে সেটি খেতে দেন। এরপর সেখানে শিশুসহ দুজনকে হত্যা করেন।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের। এ অপরাধে লরেন্স পলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, জেল থেকে আগাম মুক্তি পাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে লরেন্স পল ২০২১ সালে এই হত্যাকাণ্ড ঘটান।

মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরে তিনি আন্দ্রেয়া ব্ল্যাঙ্কেনশিপ নামের ওই নারীকে হত্যা করে হৃৎপিণ্ড নিয়ে নিজের খালা-খালুর বাসায় যান। সেখানে তিনি সেই হৃৎপিণ্ড আলু দিয়ে রান্না করে তাঁদের খেতে দেন। এরপর তাঁর খালু ৬৭ বছর বয়সী লিওন পাই এবং তাঁর চার বছরের নাতনি কাইওস ইয়েটসকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

এর আগে মাদক মামলায় অ্যান্ডারসনের ২০ বছর সাজা হয়েছিল। তিনি এর মধ্য তিন বছর সাজা ভোগ করেছিলেন। এরপর ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটের দণ্ড লঘুকরণের তালিকায় তিনি স্থান পান। তবে পরে একটি তদন্তে দেখা গেছে, ভুলবশত দণ্ড লঘুকরণের তালিকায় লরেন্স পলের নাম উঠেছিল।

হত্যা, হামলা ও অঙ্গচ্ছেদের দায় স্বীকার করার পর অ্যান্ডারসনকে পাঁচটি ধারায় পাঁচটিতেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া হামলায় আহত অ্যান্ডারসনের খালা এবং অন্য ভুক্তভোগীদের পরিবার ওকলাহোমার গভর্নর এবং জেল প্যারোল বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির প্রশংসা করে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

    আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আরকানসাসে টর্নেডোর তাণ্ডব, নিহত ৩ 

    অভিযুক্তের ২৪ ঘণ্টায় ট্রাম্পের নির্বাচনী তহবিলে জমা পড়ল ৪০ লাখ ডলার

    যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে ভারতীয়সহ ৮ জনের মরদেহ

    পূর্ব এশিয়ার প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ দশমিক ১ শতাংশ: বিশ্বব্যাংক

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ