Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

ভিসার নিয়ম সহজ করছে ভিয়েতনাম

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:৩৯

 ভিয়েতনামের পর্যটকদের পছন্দের গন্তব্যগুলোর একটি হালং বে। ছবি: টুইটার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন ভিসার কিছু নিয়ম সহজ করার নির্দেশনা দিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে বিদেশি পর্যটক আরও বেশি টানতেই এটা করা হচ্ছে। জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ভিসার ব্যাপারে বিভিন্ন শর্ত সহজ করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর মতে, মহামারি-পরবর্তী সময়ে বিদেশি পর্যটক টানতে দেশটির বেগ পাওয়ার কারণ ভিয়েতনামের পর্যটন ভিসা কঠিন হওয়া। 

গত বছর ৩৭ লাখেরও কম বিদেশি পর্যটক পা রাখেন ভিয়েতনামে। অথচ একের পর এক সৈকতসহ দীর্ঘ উপকূল, ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হালং বেসহ নানা দর্শনীয় গন্তব্য, স্ট্রিট ফুড—সবকিছু মিলিয়ে ভিয়েতনাম সব সময়ই পর্যটকদের প্রিয় ভ্রমণ গন্তব্য। এখানে আসা পর্যটকেরা অবশ্য অবকাঠামোগত বিভিন্ন বিষয় যেমন দুর্গন্ধযুক্ত পাবলিক টয়লেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। 

সরকারি ওয়েবসাইটের সূত্র জানা গেছে, গত বুধবার ফাম মিন চিন মন্ত্রিপরিষদকে ইমিগ্রেশনে বিভিন্ন প্রক্রিয়া সংশোধনের নির্দেশ দিয়েছে, যেমন ভিসা ওয়েভারের আওতামুক্ত দেশের সংখ্যা বাড়ানো, বিদেশি পর্যটকদের স্বল্প খরচে অবস্থানের মেয়াদ বাড়ানো, ই-ভিসার আওতা বাড়ানো ইত্যাদি। 

ভিয়েতনামের অভিবাসন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে ১৩টি দেশের নাগরিকদের ভিসা ওয়েভার সুবিধা দিচ্ছে দেশটি। এর আওতায় এ দেশগুলোর নাগরিকেরা ভিসা ছাড়াই ১৫ দিন দেশটিতে অবস্থান করতে পারেন। এই দেশগুলোর মধ্যে ১১টি ইউরোপীয় ও দুটি এশিয়ার। এ ছাড়া ৯টি এশীয় দেশের নাগরিকেরা দেশটিতে ভিসা ছাড়া সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারেন। ভিয়েতনাম বর্তমানে ৮০টি দেশের নাগরিকদের ই-ভিসা দিচ্ছে। 

ভিয়েতনামের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার নিয়ম সহজ করা বেশি-বিদেশি পর্যটক আনায় ভূমিকা রাখবে। বুধবারের পর্যটনবিষয়ক এক সভায় স্থানীয় পর্যটনবিষয়ক প্রতিষ্ঠানগুলো ভিসা ছাড়া থাকার মেয়াদ ৪৫ দিন করার প্রস্তাব করেছে। নিশ্চিত করেছে ভিয়েতনামের সরকারি সংবাদমাধ্যম। এ বছর ৮০ লাখ বিদেশি পর্যটক ভ্রমণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ভিয়েতনাম। উল্লেখ্য, ২০১৯ সালে রেকর্ড ১ কোটি ৮০ লাখের বেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে দেশটিতে।

আরও খবর পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    ভ্রমণ

    ভারতের ভিসা: যেসব বিষয় জেনে রাখা জরুরি 

    অলক্ষ্মী ছেলেটি যখন হিরো

    ভ্রমণ হোক নিরাপদ

    রেমাক্রি পেরিয়ে নাফাখুম

    বিদায় আকাশ দানব

    দোতলা বাসে অচেনা ১১ জনের ৪০ হাজার মাইল ভ্রমণ, ৫০ বছর পর দেখা

    নিখোঁজের দুদিন পর পদ্মার চর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    ১০০ এর আগে অলআউট হয়ে লঙ্কানদের লজ্জার রেকর্ড

    গ্রেপ্তার হতে পারেন জনপ্রিয় তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

    নির্বাচন নিয়ে সংলাপের আমন্ত্রণ আ.লীগের ‘লেটেস্ট কৌশল’: মির্জা ফখরুল 

    মিথ্যা বলে মেসিদের খেলা দেখতে এসে চাকরি হারালেন তরুণী

    ‘বাইচ্চাগুলার মুখে একটু মাছ-মাংস দিতি পারি নে’