রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

ভিসা ছাড়া ভ্রমণ: যেসব পাসপোর্ট সবচেয়ে প্রভাবশালী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১১

টানা পাঁচ বছর ধরে সবচেয়ে প্রভাবশালী জাপানের পাসপোর্ট। ছবি: টুইটার ভিসা ছাড়া ভ্রমণ—একবার ভাবুন তো, শুধু পাসপোর্ট থাকলেই যদি সারা পৃথিবী ঘুরে আসা যেত! আক্ষরিক অর্থে এমন সুবিধা না থাকলেও বেশ কিছু দেশের পাসপোর্ট দিয়ে বিনা ভিসায় বেশির ভাগ দেশ ভ্রমণ করা যায়। বাংলাদেশের পাসপোর্টধারীদের সেই সুবিধা থাকলেও তা অনেক সীমিত। কোন দেশের পাসপোর্টে ভিসা ছাড়া কতটি দেশ ভ্রমণ করা যায়, সেই বিবেচনায় প্রতিবছর প্রভাবশালী পাসপোর্টগুলোর তালিকা করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারস।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্যের ভিত্তিতে তৈরি ‘আর হেনলি পাসপোর্ট ইনডেক্স’ নামে পরিচিত এই সূচকে ২০২৩ সালে সবচেয়ে শীর্ষ অবস্থানে আছে জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্ট। একক ও যৌথভাবে তালিকার প্রথম থেকে দশম স্থানের দেশগুলোর তথ্য এখানে দেওয়া হলো। বাংলাদেশ এর মধ্যে নেই, তবে এই পাসপোর্টে ৪০টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায়।

১. জাপান ও সিঙ্গাপুর
জাপান ও সিঙ্গাপুরের পাসপোর্টে সেখানকার নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন পৃথিবীর ২২৭টি দেশের মধ্যে ১৯৩টিতে। অর্থাৎ, মোট গন্তব্যের শতকরা ৮৫ শতাংশেই ভিসা ছাড়া যেতে পারেন তাঁরা। আগের তালিকায়ও ১৯৩টি দেশে ভিসা ছাড়া যেতে পারার কারণে শীর্ষে ছিল জাপানের পাসপোর্ট। এবার আগের চেয়ে একটি দেশ বেশি ভ্রমণের সুযোগ নিয়ে জাপানের কাতারে এসেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। টানা পাঁচ বছর ধরে হেনলির এই তালিকায় শীর্ষে জাপান। 

২. দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯২টি দেশে। গত বছরের হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তালিকার দ্বিতীয় স্থানেই ছিল এই দেশের পাসপোর্ট। 

৩. জার্মানি ও স্পেন
জার্মানি ও স্পেনের নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯১টি দেশে। ইউরোপের দেশ দুটির পাসপোর্টেরও গতবারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে একটি করে দেশ ভ্রমণের সুযোগ বেড়েছে।

৪. ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ
ইউরোপের তিন দেশ ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গের নাগরিকেরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯০টি দেশে। আগের তালিকায় ভিসা ছাড়া ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ ছিল এই দেশগুলোর নাগরিকদের। 

৫. অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন
এই দেশগুলোর নাগরিকেরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৯টি দেশ। ইউরোপের এই চার দেশের পাসপোর্টও আগের তালিকায় ছিল যৌথভাবে পাঁচে। 

৬. ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও ইংল্যান্ড
যৌথভাবে ছয়ে অবস্থান করা দেশের সংখ্যা চারটি। ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও ইংল্যান্ডের নাগরিকেরা নিজের দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যেতে পারেন ১৮৮টি দেশে। হেনলির আগের তালিকায়ও ছয়ে ছিল দেশগুলোর পাসপোর্ট। 

তালিকায় যৌথভাবে ‍প্রথম সিংগাপুরের পাসপোর্ট ৭. বেলজিয়াম, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র 
এই ছয় দেশের নাগরিকেরা ভিসা ছাড়া ঘুরে আসতে পারেন ১৮৭টি দেশ। আগের বছরের তালিকায় চেক রিপাবলিক ছাড়া বাকি পাঁচ দেশের অবস্থান একই ছিল, যৌথভাবে সাতে। তবে ওই পাঁচটি দেশের পাসপোর্টেরই ভিসামুক্ত দেশে যাওয়ার সুবিধা বেড়েছে একটি করে দেশে, আর চেক রিপাবলিকের পাসপোর্টে নতুন দুটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ মিলেছে। 

৮. অস্ট্রেলিয়া, কানাডা, গ্রিস ও মাল্টা
এই চার দেশের নাগরিকেরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন ১৮৬টি দেশে। আগের বছরের তালিকায়ও যৌথভাবে আটে ছিল এই দেশগুলোর পাসপোর্ট। 

৯. হাঙ্গেরি ও পোল্যান্ড
হাঙ্গেরি ও পোল্যান্ডের নাগরিকেরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন ১৮৫টি দেশে। হাঙ্গেরির পাসপোর্টের অবস্থান ইনডেক্সে একই থাকলেও পোল্যান্ডের এক এগিয়েছে। হাঙ্গেরির পাসপোর্টের আগের ইনডেক্স অনুসারে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ ছিল ১৮৩ দেশে আর পোল্যান্ডের ১৮২ দেশে। 

১০. লিথুনিয়া ও স্লোভাকিয়া
এই দুই দেশের নাগরিকেরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৪টি দেশ। ইনডেক্সে অবস্থান যৌথভাবে দশম হলেও দুটি দেশের পাসপোর্টেই আগের তালিকার তুলনায় ভিসা ছাড়া দুটি দেশ বেশি ভ্রমণের সুযোগ মিলছে।

আর ভিসা ছাড়া সবচেয়ে কম দেশ ভ্রমণের সুযোগ পাওয়া পাসপোর্ট হচ্ছে আফগানিস্তানের—মাত্র ২৭টি। তালিকার তলানির অপর পাসপোর্টগুলো যথাক্রমে ইরাক, সিরিয়া, পাকিস্তান ও ইয়েমেনের।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ১৬ বছরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

    আত্মবিশ্বাস ধরে রাখাটা চ্যালেঞ্জিং

    আত্মরক্ষায় কারাতে শিখছেন তাঁরা

    ক্যানসার নিয়ে গবেষণা করে যেতে চান আন্দালিব

    দৃষ্টিনন্দন স্থাপনা প্রশান্তি

    মুরগির ঝোল: ব্রিটিশ–বিরোধী ভারতীয় বিপ্লবীর হাতে জন্ম, খ্যাতি পায় জাপানে

    গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত 

    সত্যিই কি বিচ্ছেদের পথে রাজ-পরী

    ১৩ বছরে কৃষিতে ভর্তুকি প্রায় ৯৮ হাজার কোটি টাকা: সংসদে কৃষিমন্ত্রী

    ভারতের বিপক্ষে ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজলউড 

    মেয়র তাপসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগ

    ৪ মাসে বয়সে মা হারানো যমুনা বেড়ে উঠছে হাসপাতালে, মানুষ দেখলেই উচ্ছ্বাস