Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

টয়লেটে যাওয়ার কথা বলে কেবিন থেকে বের হয়ে লাশ মিলল রেলগেটে

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২১:৩৬

প্রতীকী ছবি রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে কর্ণ মোহন দেব (৩৭) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। যক্ষ্মায় আক্রান্ত হয়ে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কর্ণ মোহন। 

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, তাঁদের ধারণা, গত রাতে অসাবধানতাবশত রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান কর্ণ। রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সানুমং মারমা আরও জানান, গত রাতে অজ্ঞাতনামা হিসেবে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাম শনাক্ত হয়। তাঁর নাম কর্ণ মোহন দেব। বাবার নাম বিজয় মোহন দে। গ্রামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার উত্তর হিন্দুপাড়া। ঢাকা রাজবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 

কর্ণ মোহন টয়লেটে যাওয়ার কথা বলে কেবিন থেকে বের হন দাবি করে তাঁর ভাই প্রণব দে বলেন, ‘আমার ভাই যক্ষ্মা রোগে আক্রান্ত ছিল। ছয় দিন আগে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে তিনতলার ৮ নম্বর ওয়ার্ডের ৫৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়। গতকাল (বৃহস্পতিবার) রাতে আমিও তার সঙ্গে কেবিনে ছিলাম। তখন আমার ভাই বলল, শরীরটা ভালো লাগছে। আমি একটু টয়লেটে যাব। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে শুক্রবার (আজ) দুপুরে আমরা খবর পাই, তার লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে।’

প্রণব দে আরও বলেন, ‘আমার ভাই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সে কীভাবে মগবাজার রেলগেট গেল—এটা জানার জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব এবং ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে আমরা মামলা করব।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১ 

    বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

    জাবিতে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগের ৫ নেতা-কর্মী বহিষ্কার

    ছবিসহ ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় আরাভ

    স্বামী-স্ত্রী রাস্তা পারাপারের সময় বাসচাপায় গেল স্বামীর প্রাণ

    বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

    পটোলগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু