Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

চন্দনাইশে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ২২:৩১

প্রতীকী ছবি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী হাজির পাড়া এলাকার মো. পারভেজ (১৮) নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার হাছনদন্ডী গ্রামের হাজির পাড়ার গাছ বাগানে দোলনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারণে পারভেজকে হত্যা করে তার লাশ ছোট বাচ্চাদের খেলার দোলনার সঙ্গে পেঁচিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। 

পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাতে  বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি পারভেজ। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন গাছ বাগানে তার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

নিহতের মা বলেন, রায়জোয়ারা গ্রামের এক কিশোরীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পারভেজের। তার সঙ্গে প্রায় সময় কথা-কাটাকাটি হয়। তার প্রেমিকার বিয়ের কথা বলে কিছু এলাকার বন্ধু রাতে এসে নিয়ে যায়। কে বা কারা তাকে হত্যা করে লাশ বাগানে ফেলে গেছে। 

এ বিষয়ে ওই কিশোরী জানায়, পারভেজের সঙ্গে তার ৬ বছরের প্রেম। দীর্ঘদিন প্রেমের ফলে বাঁচলেও তার সঙ্গে বাঁচার কথা, মরলেও তারা এক সঙ্গে মরার কথা। তার সঙ্গে অন্য কারও প্রেমের সম্পর্ক নেই এবং অন্য কোথাও বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। 
 
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো জখমের চিহ্ন, রক্ত, আঘাত ছিল না। তাই অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আটক

    কর্ণফুলী সদরঘাট : শ্রমিক থেকে ঘাটের ত্রাস

    স্থলবন্দরে ট্যাক্স জালিয়াতি, ৫ ভারতীয় নাগরিক আটক

    শরণখোলায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    কানাডার রেল স্টেশনে নামাজ পড়তে নিষেধ করলেন নিরাপত্তারক্ষী

    ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত 

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস