Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন 

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:৫০

প্রতীকী ছবি হত্যা মামলায় একই পরিবারের ৫ জনসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জয়পুরহাটের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই আদেশ দেন।

একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মণ্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আহাম্মদ আলী, তাঁর স্ত্রী মিনা বেগম, তাঁদের তিন ছেলে যথাক্রমে আলতাব হোসেন, মোন্তাজ আলী ও এন্তাজ আলী এবং একই গ্রামের আনোয়ার হোসেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে আকবর আলী নিজ বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে তখন আসামিরা একজোট হয়ে বাদীর পরিবারের ওপর কোদাল, লোহার রড, শাবল, লাঠি ও ছোরা নিয়ে হামলা চালায়। হামলায় আজিজুল ইসলাম ও তাঁর ভাই আব্দুর রশিদ এবং তাদের বাবা আকবর আলী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের অবস্থার অবনতি হয়। তখন দায়িত্বে নিয়োজিত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে এবং আকবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় আকবর আলীর ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ২০০৭ সালের ১৭ এপ্রিল জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ২৪ দিন পর ৫ মে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যান। পরবর্তীতে ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তিত হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আজ বৃহস্পতিবার এ রায় দেন।

জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক নিরেন্দ্রনাথ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, রায় ঘোষণার পরই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ