Alexa
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুই পক্ষের আইনজীবীদের ফের হাতাহাতি

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:১৩

হাতাহাতির সময় উভয় পক্ষ একে অপরকে উদ্দেশ করে নানা স্লোগান দেয়। ছবি: আজকের পত্রিকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আজ বৃহস্পতিবারও আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি-ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষ একে অপরকে উদ্দেশ করে নানা স্লোগান দেন। পরে তারা দুই গ্রুপ পাশাপাশি অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ স্লোগান দেয়। 

একদল ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকে। অন্য পক্ষও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে তুমুল উত্তেজনা তৈরি হয়। তবে আজও বিপুল সংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি পন্থী আইনজীবীরা। তাঁরা সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে করণীয় থাকলে করবেন।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবী মুখোমুখি অবস্থানের ফলে বুধবার সারা দিন পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পুলিশের হামলায় সাংবাদিকসহ বিএনপির অনেক আইনজীবী আহত হন। আহত হন এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপারসন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপারসন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপারসন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপারসন ইব্রাহিম।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ

    হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

    সিরাজদিখানে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত বৃদ্ধ 

    ৫ টাকা ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় গাড়ি ভাঙলেন জাবি কর্মকর্তা

    প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ 

    অস্তিত্ব সংকটে গড়াই নদ

    ধার করে চলছে ৭৪% গরিব: জরিপ

    শুল্কায়নে দাম বাড়ায় খেজুর খালাসে ব্যাঘাত, দাম বাড়ার শঙ্কা

    প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে আ.লীগপন্থী আইনজীবীর আইনি নোটিশ