Alexa
রোববার, ২৬ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:২৮

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা। ছবি: আজকের পত্রিকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে এ কর্মশালা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন ও স্ট্রাটেজিক প্লানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ডিভিশনের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. দূর্গা রানী সরকার।

স্বাগত বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সূচনা বক্তব্য দেন জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকার সংক্রান্ত কমিটির সদস্যসচিব ও ফোকাল পয়েন্ট মো. রেজাউদ্দৌলাহ প্রধান। সঞ্চালনা করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের আইকিএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির উপপরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

উদ্বোধনী অধিবেশনে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনের পর প্রথম যে আইনটি করেছিলেন, সেটি ছিল তথ্য অধিকার আইন। এর ধারাবাহিকতায় বাংলাদেশে তথ্য কমিশন গঠিত হয়। পরবর্তীতে ২০১২ সালে এনআইএস ও ২০১৫-১৬ সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এপিএ চুক্তি স্বাক্ষর করি। এপিএ চুক্তির একটি উপাদান হলো তথ্য অধিকার। তাই বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি।’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও নাগরিকের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে স্মার্ট সিটিজেন। আর স্মার্ট সিটিজেন হতে হলে নাগরিককে তার অধিকার বিষয়ে সোচ্চার থাকতে হবে। একইভাবে স্মার্ট গভর্নমেন্ট হিসেবে সরকারকেও নাগরিকের অধিকার পূরণে আন্তরিক হতে হবে।’

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় তথ্যপ্রাপ্তির অধিকার আইন বাস্তবায়ন জরুরি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও ইউজিসিতে কাজে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে সভাপতির বক্তব্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, তথ্যপ্রাপ্তি নাগরিকের আইনগত ও সাংবিধানিক অধিকার। তথ্য অধিকার আইন যেমন আছে তেমনি তথ্য সংরক্ষণের একটি বিষয়ও আছে। দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হলে তথ্য অধিকার আইন সম্পর্কে সকলের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। অনেকে মনে করেন এটি যত্রতত্র ব্যবহার করার আইন। কিন্তু আসলে সেটা নয়। উপাচার্য তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া ইউজিসি কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য। 

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    সাবরেজিস্ট্রারের চেয়ারে বসে ঘুষ নেন ঝাড়ুদার

    এবার বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মেয়ের

    মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে 

    নওগাঁয় র‍্যাবের হেফাজতে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু

    চাঁদপুরে নৌবাহিনীর জাহাজ ‘মেঘনা’ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত 

    এডারসনের পর আনচেলত্তিকে চান ব্রাজিল ফুটবলের সভাপতিও

    বাঘায় মসজিদে মোবাইলে কথা বলা নিয়ে পাল্টাপাল্টি মারামারি

    এক ইনিংসে ২২ ছক্কা, গেইলের রেকর্ড ভেঙে দিলেন চার্লস