Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সুনামগঞ্জে একই স্থানে ৮ ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনা, আহত ৫

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৪৫

সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁওয়ে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি: আজকের পত্রিকা সুনামগঞ্জে একটি দুর্ঘটনার ৮ ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারও দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

প্রাথমিকভাবে খাদে পড়া বাসের যাত্রীদের উদ্ধার শুরু করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

প্রত্যক্ষদর্শী ফুয়াদ মণি বলেন, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জে প্রবেশ করতে চাইলে হালুয়ার ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সড়ক দিয়ে হাওর থেকে মাটি আনা হয়। এই মাটি রাস্তায় পড়ে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অনেকেই আহত হয়েছেন। তবে বড় কিছু হয়নি। 

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসর লোক পাঠিয়েছি। গুরুতর কোনো হতাহতের খবর পাইনি।’

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে একই স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশাচালক ও এক যাত্রীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগের মামলা

    ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২ 

    স্বামী-স্ত্রী রাস্তা পারাপারের সময় বাসচাপায় গেল স্বামীর প্রাণ

    শালিখায় বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

    মাদ্রাসার দেয়াল ধসে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

    সাতক্ষীরায় ঘের থেকে মৎস্যজীবীর মরদেহ উদ্ধার 

    ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের