
এবারের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সিনেমাটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
সিনেমাটি তৈরি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা ও সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কতটা দাগ কাটতে পারে, তা দেখানো হয়েছে সিনেমাটিতে। ১৭ বছর বয়সী তরুণ পল বাউমার ও তাঁর সহপাঠীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার গল্প এটি। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের সিনেমাটি।
এ ছাড়া এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল ‘আর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা) , ‘ক্লোজ’ (বেলজিয়াম) , ‘ইও’ (পোল্যান্ড) ও ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড)।
৯ বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি জিতেছে মোট চারটি পুরস্কার। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ছাড়াও এডওয়ার্ড বার্জার পরিচালিত সিনেমাটি জিতেছে সেরা অরিজিনাল স্কোর, সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা চিত্রগ্রাহকের পুরস্কার।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

এবারের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিয়েছে জার্মানির ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সিনেমাটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
সিনেমাটি তৈরি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা ও সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কতটা দাগ কাটতে পারে, তা দেখানো হয়েছে সিনেমাটিতে। ১৭ বছর বয়সী তরুণ পল বাউমার ও তাঁর সহপাঠীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার গল্প এটি। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান ঔপন্যাসিক এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের সিনেমাটি।
এ ছাড়া এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল ‘আর্জেন্টিনা ১৯৮৫’ (আর্জেন্টিনা) , ‘ক্লোজ’ (বেলজিয়াম) , ‘ইও’ (পোল্যান্ড) ও ‘দ্য কোয়ায়েট গার্ল’ (আয়ারল্যান্ড)।
৯ বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি জিতেছে মোট চারটি পুরস্কার। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ছাড়াও এডওয়ার্ড বার্জার পরিচালিত সিনেমাটি জিতেছে সেরা অরিজিনাল স্কোর, সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা চিত্রগ্রাহকের পুরস্কার।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয় যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা)। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জিমি কিমেল।
অস্কার পুরস্কার ২০২৩ সম্পর্কিত খবর পড়ুন:

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২২ মিনিট আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২৬ মিনিট আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৩০ মিনিট আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৪২ মিনিট আগে