বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ২৩:৫০

 ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে সাইমন মিয়া (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কসবা-নয়নপুর সড়কের কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকায় এ ঘটনা ঘটে। সে পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সাইমন পৌর এলাকার কালিকাপুর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলে।

ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেলেও সিএনজিটিকে জব্দ করেছে পুলিশ। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সাইমনের দাদি লাইলী বেগম জানান, আজ বুধবার সকালে মাদ্রাসা থেকে ছুটি পায় সাইমন। দুপুরে পাশের বাড়ির একটি সমবয়সী এক ছেলের সঙ্গে পাশের আকছিনা গ্রামে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। কসবা-নয়নপুর সড়ক পাড় হওয়ার সময় নয়নপুরগামী একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা এসে সাইমনকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। 

এ সময় সিএনজি নীচে চাপা পড়ে সাইমনের মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সঙ্গে ছেলেটি দৌড়ে এসে সাইমনের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সাইমনের মস্তিষ্ক বিকৃত নিথর দেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সাইমনের মা বাদী হয়ে সিএনজি চালকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান। 

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

    আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাশিক্ষক নিহত

    পাংশায় মাদ্রাসাছাত্র হত্যায় মানববন্ধন

    বিছানায় পড়ে ছিল শিশুর মরদেহ, ফ্যানে ঝুলে ছিলেন মা

    পাংশায় শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার ১ 

    দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

    বগুড়ায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

    মেসি কেন মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন

    সিলেটে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

    কর্মচারীদের চলমান ধর্মঘটে তালা ভেঙে ভবনে ঢুকলেন জাবি উপাচার্য

    জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন, প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ১৩৬

    দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত