বরিশালের আগৈলঝাড়ায় পৃথক স্থানে ‘বিষপানে আত্মহত্যার চেষ্টা’ করা তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা বাহাদুরপুর গ্রামের ইউনুস ঢালীর মেয়ে হাফিজা বেগম (১৭) পারিবারিক কলহের কারণে আত্মহত্যার জন্য ঘরে থাকা কীটনাশক পান করে। তাতে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
একই দিন উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের মনির বেপারীর স্ত্রী শাহিনুর বেগম (৪৫) ও সুজনকাঠি গ্রামের বাবুল দের মেয়ে অংকিতা দে (১৮) পারিবারিক কলহের কারণে আত্মহত্যার জন্য ঘরে থাকা কীটনাশক পান করেন। অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, আজ দুপুরে হাফিজার লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে