সিলেটে মিছিল থেকে ফেরার পথে ছাত্রশিবিরের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মহানগরের সুরমা মার্কেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আজ সন্ধ্যায় কোতোয়ালি থানায় নাশকতার প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ও মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ‘আজ দুপুরে দলীয় মিছিল থেকে ফেরার পথে ধাওয়া করে ছাত্র শিবিরের ৯ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার গ্রেপ্তার নেতা-কর্মীদের আদালতে তোলা হবে।’
গ্রেপ্তাররা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাদারপাড় এলাকার ফোরকান আহমদ, একই উপজেলার কুলাসাল এলাকার নাঈম সিদ্দিকী, বাঘারপাড় এলাকার আবু সুফিয়ান সোহাগ, পশ্চিম বাঘারপাড়ের মদিনাতুল মনোয়ার, দক্ষিণ বাঘারপাড় জান্ডাকুল এলাকার হাবিবুর রহমান, চৌমুহনী বাজার এলাকার মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার ইয়াসিন আহমদ, একই এলাকার মো. হাসান আহমদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌবাগী এলাকার মো. আব্দুল্লাহ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে