Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নোয়াখালীতে ছিনতাইয়ের পর কক্সবাজার থেকে গ্রেপ্তার ৫, অস্ত্র-গুলি উদ্ধার 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২১:৩৮

ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজন। ছবি: আজকের পত্রিকা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে থেকে এক ব্যবসায়ী ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি পাইপগান ও ১২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। 

আজ সোমবার বিকেলে তাঁদের সোনাইমুড়ী থানায় আনা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—চাটখিল উপজেলার ছয়ানী ইউনিয়নের টগবা গ্রামের বাবুলের ছেলে বাদল হোসেন (২৫), একই গ্রামের নূর নবীর ছেলে রাকিব হোসেন রানা (২৪), খিলপাড়ার মোহাম্মদ আলীর ছেলে শাহ ইমরান হোসেন শান্ত (২০), সোলেমান বানুর ছেলে আহসান হাবিব (২০) ও বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে নাজমুল হাসান বিনয় (২২)।

পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি একজন ব্যবসায়ী চাঁদপুর থেকে মেলা শেষ করে চৌমুহনীর মেলার উদ্দেশ্যে পিকআপ ও মোটরসাইকেলযোগে মালামাল নিয়ে আসছিলেন। রাতে তাঁর গাড়িগুলো চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে কয়েকজন তাঁদের গাড়িগুলোর গতিরোধ করে। পরে তারা পিকআপ গাড়ি ভাঙচুর ও দুটি গাড়িতে থাকা লোকজনকে মারধর করে নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, একটি মোবাইল এবং মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। 

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। ছয়ানি টগবা এলাকার একটি সংঘবদ্ধ দল চাটখিল ও সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে ছিনতাইয়ের কাজে জড়িত বলে তথ্য পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে সোনাইমুড়ী থানার একটি দল কক্সবাজার সি-বীচের একটি হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ছিনতাইকারী দলে মাসুম নামের একজন রয়েছে, যার কাজ ছিনতাইয়ের নেতৃত্ব ও মালামাল বিক্রি করা। তাকে গ্রেপ্তারের জন্য এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা নুর আহমদ আর নেই 

    হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

    সচিবের পিএস পরিচয়ে বাসাভাড়া, বাড়ির মালিকের টাকা আত্মসাৎ

    মেয়েটা কান ফুটো করে দুল পরবে বলে টাকা জমিয়ে রেখেছিলেন মা

    মৌলভীবাজারে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, দুই ভাই গ্রেপ্তার

    শাল্লায় হাওরে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার যুবক

    আইপিএলে এবার যত নতুন নিয়ম

    কোহলি-জাদেজারা আইপিএলে যেভাবে লাখপতি থেকে কোটিপতি

    হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা নুর আহমদ আর নেই 

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

    গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জখম যুবদল নেতা

    সারা দেশে ঝড়-বৃষ্টির শঙ্কা, পড়তে পারে শিলা