Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নিজের টাকা পরের কাছে, মেয়ের বিয়ের চিন্তায় বাবার আত্মহত্যা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪০

ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। ছবি: সংগৃহীত  ভারতের মধ্যপ্রদেশের পান্নায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আগে সঞ্জয় শেঠ একটি ভিডিও ধারণ করেছিলেন। যেই ভিডিও থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় শেঠ তাঁর মেয়ের বিয়ের খরচের চিন্তায় আত্মহত্যা করেছেন। 

ব্যবসায়ী হিসেবে তিনি অনেক টাকার মালিক হলেও তাঁর টাকাগুলো মানুষের কাছে আটকে ছিল। ফলে মেয়ের বিয়ের খরচের হিসাব মেলাতে পারছিলেন না তিনি। 

আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা, ‘গুরুজি আমাকে ক্ষমা করুন। যদি আবার জন্ম হয়, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হব।’ 

আত্মহত্যার আগে এক ভিডিওতে সঞ্জয় শেঠ বলেন, ‘দয়া করে আমার টাকা ফেরত দিন। আমার ছেলেমেয়ের কথা ভেবে ওই টাকা ফেরত দিন। মেয়ের বিয়ের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি রুপির প্রয়োজন। কিন্তু অ্যাকাউন্টে আছে মাত্র ২৯ লাখ। আপনাদের কাছে যে টাকা পাই, তা ফেরত দিন; যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি।’ 

সঞ্জয় আরও বলেন, ‘আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমরা চলে যাচ্ছি। মেয়ের বিয়ের জন্য গয়না রাখা আছে। সন্তানেরা আমাদের ক্ষমা করে দিস।’ 

পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। সঞ্জয়ের লেখা সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    মানহানির মামলায় রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড

    যুক্তরাষ্ট্রে দুই স্কুলকর্মীকে গুলি করে পালাল শিক্ষার্থী

    ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে ১২ জনের প্রাণহানি

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান ও ভারত

    কেন্দ্র সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত মূর্খ লোক: দিল্লির মুখ্যমন্ত্রী

    অমর্ত্য সেনকে এবার উচ্ছেদের নোটিশ দিল বিশ্বভারতী

    শিল্পীর সংগঠন প্রয়োজন আছে কি

    কয়রায় ৮২ কেজি হরিণের মাংস জব্দ 

    ‘বললেই গাইব’

    হঠাৎ ঘিরে ধরে টাকা–পয়সা ছিনিয়ে নিত ওরা

    সেচপাম্প

    ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী