
ভারতের মধ্যপ্রদেশের পান্নায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আগে সঞ্জয় শেঠ একটি ভিডিও ধারণ করেছিলেন। যেই ভিডিও থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় শেঠ তাঁর মেয়ের বিয়ের খরচের চিন্তায় আত্মহত্যা করেছেন।
ব্যবসায়ী হিসেবে তিনি অনেক টাকার মালিক হলেও তাঁর টাকাগুলো মানুষের কাছে আটকে ছিল। ফলে মেয়ের বিয়ের খরচের হিসাব মেলাতে পারছিলেন না তিনি।
আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা, ‘গুরুজি আমাকে ক্ষমা করুন। যদি আবার জন্ম হয়, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হব।’
আত্মহত্যার আগে এক ভিডিওতে সঞ্জয় শেঠ বলেন, ‘দয়া করে আমার টাকা ফেরত দিন। আমার ছেলেমেয়ের কথা ভেবে ওই টাকা ফেরত দিন। মেয়ের বিয়ের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি রুপির প্রয়োজন। কিন্তু অ্যাকাউন্টে আছে মাত্র ২৯ লাখ। আপনাদের কাছে যে টাকা পাই, তা ফেরত দিন; যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি।’
সঞ্জয় আরও বলেন, ‘আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমরা চলে যাচ্ছি। মেয়ের বিয়ের জন্য গয়না রাখা আছে। সন্তানেরা আমাদের ক্ষমা করে দিস।’
পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। সঞ্জয়ের লেখা সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের মধ্যপ্রদেশের পান্নায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আগে সঞ্জয় শেঠ একটি ভিডিও ধারণ করেছিলেন। যেই ভিডিও থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় শেঠ তাঁর মেয়ের বিয়ের খরচের চিন্তায় আত্মহত্যা করেছেন।
ব্যবসায়ী হিসেবে তিনি অনেক টাকার মালিক হলেও তাঁর টাকাগুলো মানুষের কাছে আটকে ছিল। ফলে মেয়ের বিয়ের খরচের হিসাব মেলাতে পারছিলেন না তিনি।
আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা, ‘গুরুজি আমাকে ক্ষমা করুন। যদি আবার জন্ম হয়, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হব।’
আত্মহত্যার আগে এক ভিডিওতে সঞ্জয় শেঠ বলেন, ‘দয়া করে আমার টাকা ফেরত দিন। আমার ছেলেমেয়ের কথা ভেবে ওই টাকা ফেরত দিন। মেয়ের বিয়ের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি রুপির প্রয়োজন। কিন্তু অ্যাকাউন্টে আছে মাত্র ২৯ লাখ। আপনাদের কাছে যে টাকা পাই, তা ফেরত দিন; যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি।’
সঞ্জয় আরও বলেন, ‘আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমরা চলে যাচ্ছি। মেয়ের বিয়ের জন্য গয়না রাখা আছে। সন্তানেরা আমাদের ক্ষমা করে দিস।’
পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। সঞ্জয়ের লেখা সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২৯ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে