Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে রাত জেগে অপেক্ষা করেছেন আফরোজা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১০:৪৫

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রাজশাহী সমাবেশস্থলের পাশে সারা রাত বসেছিলেন আফরোজা আক্তার। ছবি: আজকের পত্রিকা প্রধানমন্ত্রীর কাছে বিশেষ কোনো চাওয়া নেই। সাধ শুধু দেখা করার, একটু কথা বলার। সে জন্য একটি ব্যানার নিয়ে রাজশাহীতে সারা রাত বসে ছিলেন আফরোজা আক্তার (৪৫) নামের এক নারী।

আজ রোববার সকালে মাদ্রাসা ময়দানের জনসভায় ঢুকেছেন তিনি। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের।

জানা যায়, আফরোজা আক্তারের বাড়ি ঢাকার সাভারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে শনিবার রাজশাহীতে এসেছেন। জনসভাস্থল মাদ্রাসা ময়দানের পাশে মাদ্রাসা ময়দানসংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে বসে থেকে শনিবার সারা রাত কাটিয়েছেন।

আফরোজা আক্তার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা নুরুল হোসেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। বাবার মুখে শুনেছেন বঙ্গবন্ধুর মহত্ত্বের কথা। কীভাবে তিনি দেশ স্বাধীন করেছেন, তাও শুনেছেন বাবার কাছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাও শোনা বাবার কাছেই। সেই থেকে বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করার স্বপ্ন আফরোজার। এ জন্য ছুটে এসেছেন রাজশাহীতে। 

আফরোজা আরও জানান, ১৯৯৩ সালে তিনি যখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী, তখন তাঁর বিয়ে হয়। তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও শ্বশুরবাড়ির সবাই বিএনপির সমর্থক। এ জন্য তিনি নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর সঙ্গেও সম্পর্ক ভালো নেই। এখন তাঁর দুই মেয়ে। টিউশনি করে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন আফরোজা। তাঁর বড় মেয়ে কলেজে পড়ে। ছোট মেয়ে পড়ে তৃতীয় শ্রেণিতে। 

আফরোজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কোনো চাওয়া নেই। শুধু বঙ্গবন্ধুকন্যার সঙ্গে একবার দেখা করতে চাই। একটু কথা বলতে চাই, এটাই চাওয়া। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়েছিলাম দেখা করতে। তখন দেখা হয়নি। এ জন্য এবার রাজশাহী চলে এসেছি। জনসভায় যদি কথা বলার সুযোগ হয়!’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর

    আয় বলতে সম্বল বড় ছেলের গানের গলা

    কালো আইন প্রয়োগ করে সাংবাদিকদের ওপর নিপীড়ন চালাচ্ছে সরকার: ড. আব্দুল মঈন খান

    জাবিতে প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকা পোড়াল ছাত্রলীগ

    নাটোরে আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    বিএনপির ইফতারে সাংবাদিকদের মারধর, আওয়ামী লীগকে দুষলেন ফখরুল

    ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার