চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এই আদেশ দেন। চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ২৮ মার্চ এই মামলা সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া মারা যাওয়ায় মো. ইউসুফ নামের এই মামলার এক আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৮ নভেম্বর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে আসামিরা। ওই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ারসহ অন্যান্য নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে মহাসড়কে এই নাশকতা চালায় তাঁরা। ওই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্ল্যাহ বাদী হয়ে আসলাম চৌধুরীসহ ৩৮ জনের নামে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।
২০১৮ সালের ৯ সেপ্টেম্বর সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. ইকবাল হোসেন এই মামলায় আসলাম চৌধুরীসহ ৫০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই মামলায় আজ রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর নির্দেশ দেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে