Alexa
রোববার, ২৯ জানুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

বিশ্ব ইজতেমা

ময়দানে পৌঁছে মানবতার সেবায় ইবিট লিও

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৪:৪১

বিশ্ব ইজতেমায় এসে শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন মালয়েশিয়ান নাগরিক ইবিট লিও। গতকাল টঙ্গীর আরিচপুর এলাকায়। ছবি: আজকের পত্রিকা গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বে যোগ দিয়েছেন মালয়েশিয়ায় ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত আলোচিত সমাজকর্মী ওস্তাদ ইবিট লিও। ময়দানে এসেই নেমে পড়েছেন মানবিক সেবায়। গতকাল শুক্রবার সকালে ইজতেমা ময়দানে রান্না করে আরিচপুর এলাকার রেললাইন-সংলগ্ন একটি বস্তিতে খাবার বিতরণ করেন তিনি।

এর আগে গত বুধবার ঢাকায় পৌঁছান লিও। গত বৃহস্পতিবার ময়দানে এসেই টঙ্গীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এ সময় বস্তি এলাকায় গিয়ে বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন তিনি।

গতকাল আরিচপুর এলাকার বস্তিতে খাবার বিতরণের কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন ইবিট লিও। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এসেছি। আমি বাংলাদেশকে ভালোবাসি।’

গতকাল সন্ধ্যায় ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় ইবিট লিওর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। লিও বলেন, ‘বস্তির শিশুদের দেখে আমার খুব খারাপ লেগেছে। তারা হয়তো খাবারের কষ্টে রয়েছে। আজ (শুক্রবার) রান্না করা খাবার দিয়েছি শিশুদের। অনাথ শিশুরা খুব খুশি হয়েছে। আমি নতুন একটি শিক্ষা পেয়েছি। বাংলাদেশের মানুষ সত্যিই খুব ভালো।’

লিও আরও বলেন, ‘ইজতেমায় অংশ নিয়েছি। আগামীতেও নেব। আখেরি মোনাজাত শেষে বাংলাদেশ ঘুরে দেখব।’

ইবিট লিওর পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। মালয়েশিয়ার মুসলিম উদ্যোক্তা এবং ধর্মপ্রচারক হিসেবে তিনি বেশ পরিচিত। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   
  ভোটের মাঠে

  নৌকার দুর্গে নীরব বিএনপি

  ওই দেখা যায় ঝিনুক স্টেশন

  আজ রাজশাহীতে ২৫ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  রেমিট্যান্স গায়েব করেছিলেন তারেকের সাবেক পিএস: সিআইডির দাবি

  পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার কোচ

  চিকিৎসার আগে মন ভরে ফুলের সৌন্দর্যে

  তুরাগে নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

  চলমান আন্দোলনে বড় মাত্রা যোগ করেছে যুগপৎ কর্মসূচি: মির্জা ফখরুল 

  বালতিতে উপুড় হয়ে পড়েছিল শিশু আফিফা, হাসপাতালে মৃত্যু

  মোহনগঞ্জে সাবেক ইউপি সদস্যের দরজার সামনে কাফনের কাপড়, এলাকায় আতঙ্ক

  ফাওয়াদ বাদ পড়ায় অবাক আফ্রিদি 

  লক্ষ্মীপুরে বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামিন মঞ্জুর