বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

বিদ্যালয় মাঠে জমজমাট পশুর হাট

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১২:৪১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ মাঠে বসানো পশুর হাট। গত শুক্রবার উপজেলার বড়ভিটা ইউনিয়ন থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ মাঠে বসছে জমজমাট পশুর হাট। উপজেলার বড়ভিটা ইউনিয়নের খড়বাড়ী হাটের ইজারাদার রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাবাইতারী এসবি বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়মিত পশুর হাট পরিচালনা করছেন। এ ক্ষেত্রে অমান্য করা হচ্ছে ইজারার শর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা।

এ বিষয়ে জেলা, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করলেও মাঠে হাট পরিচালনা বন্ধ করেননি ইজারাদার। প্রতি সপ্তাহেই এই হাট বসছে।

গত শুক্রবার দেখা গেছে, মাঠে গরু-ছাগলের জমজমাট হাট বসেছে। ইজারাদার বিদ্যালয় ভবনের কাছে কাঠের দোকান বসিয়ে মাঠে হাট পরিচালনা করছেন। দুপুর থেকেই হাট জমে ওঠায় মাঠের কোনো অংশই ফাঁকা নেই। ফলে শিশুদের খেলার পরিবর্তে মাঠে চলে পশু বিক্রির আয়োজন। অথচ বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসন থেকে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গত জুলাই মাসে কমিটি করা হয়। কমিটি প্রায় এক মাস ধরে তদন্ত করছে।

এ বিষয়ে অভিযোগকারী স্থানীয় বাসিন্দা ও অভিভাবক নুর ইসলাম বলেন, ‘স্কুল মাঠে নিয়মিত ও প্রকাশ্যে জমজমাট পশুহাট চললেও তদন্তকারী কর্মকর্তা আমার কাছে অভিযোগের সপক্ষে প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রশাসনের ছত্রচ্ছায়ায় এবং রাবাইতারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে এ হাট পরিচালনা করা হচ্ছে। এতে শুধু ইজারার শর্ত নয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমি অভিযোগ করায় এখন তদন্তের নামে আমাকেই হেনস্তা করার চেষ্টা চলছে, অযথা কালক্ষেপণ করা হচ্ছে। আমিসহ স্কুলের সব অভিভাবকের দাবি, মাঠ থেকে পশুর হাট সরানো হোক।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, ইজারাদার রেদওয়ান শেখ লিংকন রাবাইতারী এসবি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাউর রহমান শেখের ভাতিজা। মূলত প্রধান শিক্ষকের মদদেই হাট বসানো হচ্ছে। এতে গরু-ছাগলের মল-মূত্রে দুর্গন্ধ হচ্ছে। মাঠ নোংরা থাকায় ছেলেমেয়েরা বিদ্যালয়ে এসে খেলাধুলা করতে পারে না।

জানতে চাইলে প্রধান শিক্ষক আজাউর রহমান শেখ বলেন, ‘অনেক আগে থেকেই এই স্কুল মাঠে পশুর হাট বসছে।’

রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা খাতুন বলেন, ‘আগেও এমন অভিযোগ হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আমি কিছু বলে ঝামেলায় পড়তে চাই না। মাঠে পশুর হাটের কারণে সমস্যা হয় কি না, আপনারা এসে দেখে যান।’

বিদ্যালয়ের মাঠে হাট বসানোর বিষয়ে ইজারাদার রেদওয়ান শেখ বলেন, ‘করোনাকালে হাটবাজার সম্প্রসারিত করতে বলায় স্কুল মাঠে হাট নেওয়া হয়। এখন কর্তৃপক্ষ আমাদের সরিয়ে নিতে বললে আমরা নেব।’

অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমি অভিযোগের তদন্ত করেছি। খুব শিগগির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     
    ইসলাম

    গরমে মানুষের পাশে দাঁড়াই

    আইনশৃঙ্খলা সভায় অংশ নিতে অনীহা

    সুব্রত, জিসানসহ ২১ জনের তথ্য চেয়েছে ইন্টারপোল

    মালয়েশিয়ায় এমটিসিপি স্কলারশিপে পড়ার সুযোগ

    বাংলাদেশ ব্যাংকে দ্বিতীয় হওয়ার গল্প

    শিক্ষায় কত অভিঘাত

    হোমনায় এক রশিতে মা ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সেনা সদস্যের মৃত্যু: জামিন পেলেন সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদার

    জাতীয় চিড়িয়াখানায় হায়নার থাবায় হাত হারাল শিশু

    পটুয়াখালীতে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু

    এবার জনগণ সরকারের লাইন কেটে দেবে: আসাদুল হাবিব দুলু

    ভোটের সময় হয়রানিমূলক কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী