বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সেকশন

 

নারায়ণগঞ্জ

খুচরায় কমেনি সয়াবিনের দাম

আপডেট : ২২ জুলাই ২০২২, ১১:০৫

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার একটি দোকানে বিক্রির জন্য সাজানো সয়াবিন তেল। ছবি: আজকের পত্রিকা সরকার নির্ধারিত নতুন মূল্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমে হয়েছে ১৮৫ টাকা। তবে নারায়ণগঞ্জের খুচরা বাজারে এখনো নতুন মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে না। প্রতি লিটার তেল পুরোনো ১৯৯ টাকা দরেই বিক্রি হচ্ছে। তবে কারখানা ও ডিলার পর্যায়ের কর্তাব্যক্তিরা দাবি করছেন, নতুন দামেই তেল বিক্রি করছেন তাঁরা। অথচ তার সঙ্গে খুচরা বাজারের কোনো মিল নেই।

সরেজমিন নারায়ণগঞ্জ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, খুচরায় এখনো ১৯৯ টাকা দরে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। কোনো কোনো দোকানে ১৯০ থেকে ১৯৫ টাকা মূল্যেও তেল বিক্রি করা হচ্ছে। তবে তা খুব কম।

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার মুদিদোকানি রফিক বলেন, ‘আমাদের দোকানে এখনো পুরোনো তেলের বোতল রয়ে গেছে। সেগুলো প্রতি লিটার ১৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এমআরপি মূল্যেই বিক্রি করছি আমরা। নতুন মূল্যের তেল এখনো বাজারে আসেনি। এলে সে অনুযায়ী দাম রাখা হবে।’

বন্দরের আমিন আবাসিক এলাকার ব্যবসায়ী আরিফ বলেন, ‘সরকার ঘোষণা দিলেও আমরা এখনো নতুন দামের তেল দোকানে উঠাইনি। পুরোনো তেল বিক্রি না করে নতুন তেল কীভাবে উঠাব। সেই তেল আগের দামেই বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতাদের কথা চিন্তা করে ১৯৫ টাকায় বোতলজাত তেল বিক্রি করছি।’

খুচরা বাজারে দামের বিষয়ে তীর ব্র্যান্ডের সয়াবিন তেলের নারায়ণগঞ্জ জেলার ডিলার মনির হোসেন বলেন, ‘সয়াবিন তেলের দাম আমরা কমিয়েই বিক্রি করছি। প্রতি লিটার ১৮১ এবং ৫ লিটারের বোতল ৮৯০ টাকায় বিক্রি করছি।’

একই বিষয়ে রূপচাঁদা সয়াবিন তেলের জেলা ডিস্ট্রিবিউশন ম্যানেজার হিমেল হোসেন বলেন, ‘আমরা গত বুধবার থেকে রূপচাঁদা সয়াবিন তেল ১৮২ টাকা মূল্যে বিক্রি করছি। দ্রুতই খুচরা বাজারে নতুন মূল্যে ক্রেতারা তেল কিনতে পারবেন।’

নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সভাপতি আবদুল কাদির বলেন, ‘ব্যবসায়ীরা এখনই প্রতি লিটার সয়াবিন তেল ১৪ টাকা কমে বিক্রি করতে পারছেন না। তবে দাম কিছুটা কমেছে। এখনো নতুন পণ্য আসেনি। সেই কারণেই ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত নতুন দামে তেল বিক্রি করতে পারছেন না।’

এই বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, ‘আমরা ইতিমধ্যে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুটি তেল কারখানায় অভিযান চালিয়েছি। সেখানে দেখেছি, তারা ১৪ টাকা কমে ১৮৫ টাকায় প্রতি লিটার তেল বাজারজাত করছে। যদি কোনো অনিয়মের অভিযোগ পাই, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     
    ভোটের মাঠে

    গাজীপুর-৩: সুযোগের আশায় একাধিক প্রার্থী

    ইসলাম

    শিশুকে কখন খতনা করানো উচিত

    আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে কাজাখস্তান

    নোয়াখালীর হাতিয়া: অর্ধাহারে জেলেরা মেলেনি চাল

    রশিদদের সামলাতে যেভাবে তৈরি হচ্ছেন লিটনরা

    বাংলাদেশকে কি এবার তবে ডাকছে ইংল্যান্ড

    সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট 

    এনআইডির তথ্যভান্ডার ‘ঝুঁকি’তে

    দক্ষিণখানে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

    বিজ্ঞানীদের অবাক করে ছানার জন্ম দিল এক কুমারী কুমির

    ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি, পালানোর সময় পিকআপ চাপায় নিহত ১ 

    বিদ্যুৎ–মূল্যস্ফীতি মানুষকে ভোগাচ্ছে, পদক্ষেপ নিচ্ছে সরকার: পরিকল্পনামন্ত্রী