Ajker Patrika

পিএসটিসির গভর্নিং বডির নতুন চেয়ারপারসন ড. গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৩১
পিএসটিসির গভর্নিং বডির নতুন চেয়ারপারসন ড. গোলাম রহমান

বেসরকারি সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।

গত শনিবার পিএসটিসির ৩২তম সাধারণ সভায় ২০২২-২৩ বছরের জন্য নতুন গভর্নিং বডি নির্বাচনে তিনি এ দায়িত্ব পান।

সাবেক সচিব এ এস এম মাহবুবুল আলম ও গীতালি বদরুন্নেসা যথাক্রমে ভাইস চেয়ারপারসন ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া আরও চার সদস্যের সমন্বয়ে গঠিত মোট সাত সদস্যের এই নতুন কমিটি আগামী বছরের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবে।

পিএসটিসির চেয়ারপারসন ড. গোলাম রহমানের সভাপতিত্বে সংস্থাটির নির্বাহী পরিচালক ও সদস্যসচিব ড. নূর মোহাম্মদ সাধারণ সভা পরিচালনা করেন। সভায় ড. নূর মোহাম্মদ বার্ষিক সাধারণ সভায় কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোহলেহ্ উদ্দিন। তাঁর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন নতুন গভর্নিং বডি নির্বাচন পরিচালনা করে।

পিএসটিসি একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সাল থেকে কাজ শুরু করলেও ফ্যামিলি প্লানিং সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার নামে সরকারের একটি প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে। পিএসটিসি বর্তমানে পাঁচটি থিমেটিক এরিয়ার আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। পিএসটিসির সাধারণ সদস্যরা প্রতি ২ বছর পরপর গভর্নিং বডি নির্বাচিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

এলাকার খবর
Loading...