আজকের পত্রিকা ডেস্ক

ইতিহাস গড়েছেন ভারতের লেখক, আইনজীবী ও মানবাধিকারকর্মী বানু মুশতাক। তিনিই প্রথম কন্নড় ভাষার লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য এই পুরস্কার জয় করেছেন তিনি। এটি আন্তর্জাতিক বুকার জেতা প্রথম ছোটগল্পের বইও।
আজ বুধবার বিবিসি জানিয়েছে, বইটিতে ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে লেখা ১২টি গল্প রয়েছে। এই গল্পগুলো দক্ষিণ ভারতের মুসলিম নারীদের জীবনসংগ্রাম, নিপীড়ন ও প্রতিরোধের চিত্র তুলে ধরেছে। কন্নড় ভাষায় লেখা গল্পগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। তিনি পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড (৮১ লাখ টাকার বেশি) ভাগ করে নেবেন বানু মুশতাকের সঙ্গে।
পুরস্কার গ্রহণে বানু মুশতাক বলেন, বইটি জন্ম নিয়েছে সেই বিশ্বাস থেকে যে কোনো গল্পই ছোট নয়। মানব অভিজ্ঞতার বুননে প্রতিটি সুতাই পুরো কাপড়ের ভার বহন করে। তিনি আরও বলেন, ‘যে পৃথিবী আমাদের বিভক্ত করতে চায়, সেখানে সাহিত্য এমন এক পবিত্র জায়গা, যেখানে আমরা একে অপরের মনের ভেতর বাস করতে পারি—অন্তত কয়েকটি পৃষ্ঠার জন্য হলেও।’
অনুবাদক দীপা ভাস্তি জানিয়েছেন, এই জয় কন্নড় ও অন্যান্য দক্ষিণ এশীয় ভাষা থেকে অনুবাদকে উৎসাহ দেবে বলে তিনি আশা করেন।
ভারতে বইটির প্রকাশক পেঙ্গুইন ইন্ডিয়ার প্রধান সম্পাদক মানসী সুব্রামানিয়ম বলেন, ‘২০২২ সালে ‘‘টম্ব অব স্যান্ড’’–এর জয় যেমন ঐতিহাসিক ছিল, তেমনই ‘হার্ট ল্যাম্প’-এর জয়ও স্মরণ করিয়ে দেয়, ভারতের বহু ভাষার সাহিত্য আমাদের পূর্ণ মনোযোগ দাবি করে।’
বানু মুশতাকের লেখায় গভীর আত্মসচেতনতা রয়েছে, যা তাঁর চরিত্রগুলোর বাস্তবতা ও জটিলতাকে তুলে ধরেছে। দ্য ইনডিয়ান এক্সপ্রেস পত্রিকার ভাষায়, ‘বইটি আমাদের মনোযোগের মূল্য শেখায়—অদৃশ্য জীবন, ছোট ছোট সিদ্ধান্ত ও বেঁচে থাকার নীরব শক্তির দিকে।’
বানু মুশতাক কে?
কর্ণাটকের এক ছোট শহরে মুসলিম পরিবারে জন্ম মুশতাকের। আর দশটি মেয়ের মতো তিনিও উর্দু ভাষায় কোরআন শিক্ষায় শিক্ষিত হন। কিন্তু তাঁর সরকারি চাকরিজীবী বাবা তাঁকে পাঠান কন্নড় মাধ্যমে পরিচালিত কনভেন্ট স্কুলে। ধীরে ধীরে কন্নড় ভাষা রপ্ত করেন এবং সেটাই হয়ে ওঠে তাঁর লেখার মাধ্যম।
বিদ্যালয়ে পড়াকালে লেখালেখি শুরু করেন। ভালোবেসে বিয়ে করলেও বৈবাহিক জীবনের শুরুটা ছিল সংঘাতপূর্ণ। সন্তান জন্মের পর প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগেছেন। একসময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এসব অভিজ্ঞতা তিনি খোলাখুলি ভাগ করেছেন সাক্ষাৎকারে।
এই আত্মজৈবনিক অভিজ্ঞতাগুলোই উঠে এসেছে তাঁর গল্পগুলোর নারী চরিত্রে, যারা নীরবে বিদ্রোহ করে, কখনো কখনো প্রতিরোধ গড়ে তোলে।
তাঁর লেখার বিষয়বস্তু
মূলধারার সাহিত্যে মুসলিম নারীরা প্রায়ই নির্বাক প্রতীক বা অন্যের তত্ত্বের অংশ হয়ে থাকে। কিন্তু বানু মুশতাক তাঁদের জীবনের নানান দিক তুলে ধরেছেন গভীর ও আন্তরিকভাবে।
তিনি সাংবাদিকতা করেছেন, পরে আইন পেশায় যুক্ত হন। সাহিত্য ও সামাজিক ন্যায়ের জন্য তিনি ‘বন্দায়া আন্দোলন’-এর সঙ্গেও যুক্ত ছিলেন। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তাঁর লেখায় বারবার উচ্চারিত হয়েছে প্রতিবাদের কণ্ঠ। এমনকি একবার তাঁর ওপর ছুরি হামলার চেষ্টা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে ফতোয়াও জারি হয়েছিল।
তবুও তিনি থেমে যাননি। দ্য উইকে তিনি বলেছেন, ‘আমি বরাবরই ধর্মীয় পুরুষতান্ত্রিক ব্যাখ্যার বিরুদ্ধে লড়েছি। এখনো তা-ই করছি। সময় পাল্টালেও নারীদের ও প্রান্তিক মানুষের সংগ্রাম একই রয়ে গেছে।’
মুশতাকের সাহিত্যকর্মে রয়েছে ছয়টি ছোটগল্প সংকলন, একটি প্রবন্ধ সংকলন ও একটি উপন্যাস। তিনি পেয়েছেন কর্ণাটক সাহিত্য একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা।
২০২৪ সালে তাঁর আরেকটি অনূদিত সংকলন ‘হাসিনা অ্যান্ড আদার স্টোরিজ’ জিতেছে ‘পেন ট্রান্সলেশন পুরস্কার’।

ইতিহাস গড়েছেন ভারতের লেখক, আইনজীবী ও মানবাধিকারকর্মী বানু মুশতাক। তিনিই প্রথম কন্নড় ভাষার লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য এই পুরস্কার জয় করেছেন তিনি। এটি আন্তর্জাতিক বুকার জেতা প্রথম ছোটগল্পের বইও।
আজ বুধবার বিবিসি জানিয়েছে, বইটিতে ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে লেখা ১২টি গল্প রয়েছে। এই গল্পগুলো দক্ষিণ ভারতের মুসলিম নারীদের জীবনসংগ্রাম, নিপীড়ন ও প্রতিরোধের চিত্র তুলে ধরেছে। কন্নড় ভাষায় লেখা গল্পগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। তিনি পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড (৮১ লাখ টাকার বেশি) ভাগ করে নেবেন বানু মুশতাকের সঙ্গে।
পুরস্কার গ্রহণে বানু মুশতাক বলেন, বইটি জন্ম নিয়েছে সেই বিশ্বাস থেকে যে কোনো গল্পই ছোট নয়। মানব অভিজ্ঞতার বুননে প্রতিটি সুতাই পুরো কাপড়ের ভার বহন করে। তিনি আরও বলেন, ‘যে পৃথিবী আমাদের বিভক্ত করতে চায়, সেখানে সাহিত্য এমন এক পবিত্র জায়গা, যেখানে আমরা একে অপরের মনের ভেতর বাস করতে পারি—অন্তত কয়েকটি পৃষ্ঠার জন্য হলেও।’
অনুবাদক দীপা ভাস্তি জানিয়েছেন, এই জয় কন্নড় ও অন্যান্য দক্ষিণ এশীয় ভাষা থেকে অনুবাদকে উৎসাহ দেবে বলে তিনি আশা করেন।
ভারতে বইটির প্রকাশক পেঙ্গুইন ইন্ডিয়ার প্রধান সম্পাদক মানসী সুব্রামানিয়ম বলেন, ‘২০২২ সালে ‘‘টম্ব অব স্যান্ড’’–এর জয় যেমন ঐতিহাসিক ছিল, তেমনই ‘হার্ট ল্যাম্প’-এর জয়ও স্মরণ করিয়ে দেয়, ভারতের বহু ভাষার সাহিত্য আমাদের পূর্ণ মনোযোগ দাবি করে।’
বানু মুশতাকের লেখায় গভীর আত্মসচেতনতা রয়েছে, যা তাঁর চরিত্রগুলোর বাস্তবতা ও জটিলতাকে তুলে ধরেছে। দ্য ইনডিয়ান এক্সপ্রেস পত্রিকার ভাষায়, ‘বইটি আমাদের মনোযোগের মূল্য শেখায়—অদৃশ্য জীবন, ছোট ছোট সিদ্ধান্ত ও বেঁচে থাকার নীরব শক্তির দিকে।’
বানু মুশতাক কে?
কর্ণাটকের এক ছোট শহরে মুসলিম পরিবারে জন্ম মুশতাকের। আর দশটি মেয়ের মতো তিনিও উর্দু ভাষায় কোরআন শিক্ষায় শিক্ষিত হন। কিন্তু তাঁর সরকারি চাকরিজীবী বাবা তাঁকে পাঠান কন্নড় মাধ্যমে পরিচালিত কনভেন্ট স্কুলে। ধীরে ধীরে কন্নড় ভাষা রপ্ত করেন এবং সেটাই হয়ে ওঠে তাঁর লেখার মাধ্যম।
বিদ্যালয়ে পড়াকালে লেখালেখি শুরু করেন। ভালোবেসে বিয়ে করলেও বৈবাহিক জীবনের শুরুটা ছিল সংঘাতপূর্ণ। সন্তান জন্মের পর প্রসব-পরবর্তী বিষণ্নতায় ভুগেছেন। একসময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এসব অভিজ্ঞতা তিনি খোলাখুলি ভাগ করেছেন সাক্ষাৎকারে।
এই আত্মজৈবনিক অভিজ্ঞতাগুলোই উঠে এসেছে তাঁর গল্পগুলোর নারী চরিত্রে, যারা নীরবে বিদ্রোহ করে, কখনো কখনো প্রতিরোধ গড়ে তোলে।
তাঁর লেখার বিষয়বস্তু
মূলধারার সাহিত্যে মুসলিম নারীরা প্রায়ই নির্বাক প্রতীক বা অন্যের তত্ত্বের অংশ হয়ে থাকে। কিন্তু বানু মুশতাক তাঁদের জীবনের নানান দিক তুলে ধরেছেন গভীর ও আন্তরিকভাবে।
তিনি সাংবাদিকতা করেছেন, পরে আইন পেশায় যুক্ত হন। সাহিত্য ও সামাজিক ন্যায়ের জন্য তিনি ‘বন্দায়া আন্দোলন’-এর সঙ্গেও যুক্ত ছিলেন। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে তাঁর লেখায় বারবার উচ্চারিত হয়েছে প্রতিবাদের কণ্ঠ। এমনকি একবার তাঁর ওপর ছুরি হামলার চেষ্টা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে ফতোয়াও জারি হয়েছিল।
তবুও তিনি থেমে যাননি। দ্য উইকে তিনি বলেছেন, ‘আমি বরাবরই ধর্মীয় পুরুষতান্ত্রিক ব্যাখ্যার বিরুদ্ধে লড়েছি। এখনো তা-ই করছি। সময় পাল্টালেও নারীদের ও প্রান্তিক মানুষের সংগ্রাম একই রয়ে গেছে।’
মুশতাকের সাহিত্যকর্মে রয়েছে ছয়টি ছোটগল্প সংকলন, একটি প্রবন্ধ সংকলন ও একটি উপন্যাস। তিনি পেয়েছেন কর্ণাটক সাহিত্য একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা।
২০২৪ সালে তাঁর আরেকটি অনূদিত সংকলন ‘হাসিনা অ্যান্ড আদার স্টোরিজ’ জিতেছে ‘পেন ট্রান্সলেশন পুরস্কার’।

যে সন্তান উত্তরাধিকারীর আগে মারা যান, তাঁর সন্তানেরা প্রতিনিধি হিসেবে মৃত ব্যক্তির সম্পত্তিতে অংশ পান, ঠিক যেভাবে তাঁদের পিতা বা মাতা জীবিত থাকলে পেতেন।
৫ দিন আগে
২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং সুবর্ণচর। নিশ্চয় সবার মনে আছে, সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার গ্রামের ঘটনার কথা। সেই ঘটনাকে উইকিপিডিয়ায় লিখে রাখা হয়েছে ‘সুবর্ণচর গৃহবধূ গণধর্ষণ’ শিরোনামে। বাকিটা নিশ্চয় মনে করতে পারবেন।
৫ দিন আগে
খেমাররুজ পার্টির স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় কমিটির সদস্য না থেকেও থিরিথ ছিলেন পার্টির প্রভাবশালী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ এবং সমাজকল্যাণমন্ত্রী। পল পটের শাসনামলে কাম্পুচিয়ায় সংঘটিত হয় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ফলে দেশটির প্রায় ২০ লাখ মানুষ অনাহারে, চিকিৎসার অভাবে, অতিরিক্ত পরিশ্রমে...
৫ দিন আগে
আগামীকাল নতুন একটি বছর শুরু করতে যাচ্ছে পৃথিবী। ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে সবারই প্রত্যাশা থাকছে ইতিবাচক কিছুর। তবে পেছনে ফিরে তাকালে গত বছরটি নারী অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে রেখে গেছে এক মিশ্র অভিজ্ঞতা। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে দেখা গেছে পরিকল্পনা...
১২ দিন আগে