
ধরুন ভালোবাসা দিবসে প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার দিতে চান। সে ক্ষেত্রে অদ্ভুত একটি সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। আপনার পছন্দের মানুষের নামে রাখতে পারবেন একটি তেলাপোকার নাম। এমন আশ্চর্য উপহার দিতে খরচও বেশি পড়বে না, ১৫ ডলার বা প্রায় সাড়ে ষোলো শ টাকা।
ভালোবাসা দিবসে উপহারটি পাওয়ার জন্য অর্ডার করতে হবে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে। ভ্যালেন্টাইনস ডের আগে অস্বাভাবিক উপায়ে ভালোবাসা প্রকাশ করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিড়িয়াখানাটি এর নাম ব্রনোক্স। অবশ্য নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাটির ভালোবাসা দিবসে এমন অফার বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে। বলা চলে পুরোনো রীতি অব্যাহত রেখেই ব্রনোক্স চিড়িয়াখানা মানুষকে তাদের প্রিয় মনুষের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে ১৫ ডলার খরচে। মজার ঘটনা এই সুযোগে অনেকে নিজের প্রাক্তন প্রেমিকার নামে তেলাপোকার নাম রেখেও মনের জ্বালা মেটাচ্ছেন। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
উপহারটিতে আপনার প্রিয়জনকে একটি রঙিন প্রশংসাপত্র ই-মেইল করা হয়, যেখানে ঘোষণা করা হয় একটি মাদাগাস্কার হিশিং তেলাপোকার নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বাড়তি অর্থ যোগ করে তেলাপোকার সঙ্গে ভার্চ্যুয়ালি মুখোমুখি হওয়া, তেলাপোকা থিমের মোজাও মিলবে উপহারের তালিকায়।
এখানে জনিয়ে রাখা ভালো সর্বোচ্চ প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া মাদাগাস্কার হিশিং ককরোচ বা তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বড় তেলাপোকার প্রজাতি গুলির একটি।
একটি টুইটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এই প্রচারণার বিষয়টি জানিয়ে লেখে, ‘আবারও এগিয়ে আসছে ভালোবাসা দিবস। শুধুমাত্র একটি উপহারের ছয়টি পা এবং রোমান্সের অপ্রতিরোধ্য একটি আবেদন রয়েছে। আপনার বিশেষ ব্যক্তির নামের ব্রনোস চিড়িয়াখানা মাদাগাস্কার হিশিং তেলাপোকার নাম দিন। একই সঙ্গে তাঁর প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে জানান দিন।’
ভালোবাসা দিবসটি উপহারটি পেতে চাইলে ৮ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানাটি যোগ করে, ‘আপনার কাছে সব সময় মনের ভাব প্রকাশের সঠিক শব্দ থাকে না, তবে তারপরও আপনি তাকে আলোড়িত করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের নামে একটি তেলাপোকার নাম দিন, কারণ তেলাপোকার আবেদন চিরকালীন।’
নেইম-আ-রোচ ব্রনোক্স জাদুঘর শুরু করে ২০১১ সালে। দেখা যায় কোনো মানুষ তেলাপোকার নাম রাখছে তাঁদের প্রাক্তন এমনকি স্ত্রীর আত্মীয়-স্বজনদের নামে। সিবিসি নিউজ জাদুঘরটির সূত্রে জানিয়েছে গত বছর ভালোবাসা দিবসের এই উপহারের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন মানুষ এভাবে তেলাপোকার নামে কারও নাম রাখে।
এই প্রোগ্রামে উপার্জিত অর্থ বিশ্বের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিকে দিয়ে দেওয়া হয়। গত বছর টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একই ধরনের একটি নেইম-আ-রোজ প্রচারণা চালু করে।

ধরুন ভালোবাসা দিবসে প্রেমিক কিংবা প্রেমিকাকে উপহার দিতে চান। সে ক্ষেত্রে অদ্ভুত একটি সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। আপনার পছন্দের মানুষের নামে রাখতে পারবেন একটি তেলাপোকার নাম। এমন আশ্চর্য উপহার দিতে খরচও বেশি পড়বে না, ১৫ ডলার বা প্রায় সাড়ে ষোলো শ টাকা।
ভালোবাসা দিবসে উপহারটি পাওয়ার জন্য অর্ডার করতে হবে ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে। ভ্যালেন্টাইনস ডের আগে অস্বাভাবিক উপায়ে ভালোবাসা প্রকাশ করার প্রস্তাব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিড়িয়াখানাটি এর নাম ব্রনোক্স। অবশ্য নিউ ইয়র্কের এই চিড়িয়াখানাটির ভালোবাসা দিবসে এমন অফার বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে। বলা চলে পুরোনো রীতি অব্যাহত রেখেই ব্রনোক্স চিড়িয়াখানা মানুষকে তাদের প্রিয় মনুষের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে ১৫ ডলার খরচে। মজার ঘটনা এই সুযোগে অনেকে নিজের প্রাক্তন প্রেমিকার নামে তেলাপোকার নাম রেখেও মনের জ্বালা মেটাচ্ছেন। এসব তথ্য জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে।
উপহারটিতে আপনার প্রিয়জনকে একটি রঙিন প্রশংসাপত্র ই-মেইল করা হয়, যেখানে ঘোষণা করা হয় একটি মাদাগাস্কার হিশিং তেলাপোকার নামকরণ করা হয়েছে তাঁর সম্মানে। বাড়তি অর্থ যোগ করে তেলাপোকার সঙ্গে ভার্চ্যুয়ালি মুখোমুখি হওয়া, তেলাপোকা থিমের মোজাও মিলবে উপহারের তালিকায়।
এখানে জনিয়ে রাখা ভালো সর্বোচ্চ প্রায় চার ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া মাদাগাস্কার হিশিং ককরোচ বা তেলাপোকা পৃথিবীর সবচেয়ে বড় তেলাপোকার প্রজাতি গুলির একটি।
একটি টুইটে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের এই প্রচারণার বিষয়টি জানিয়ে লেখে, ‘আবারও এগিয়ে আসছে ভালোবাসা দিবস। শুধুমাত্র একটি উপহারের ছয়টি পা এবং রোমান্সের অপ্রতিরোধ্য একটি আবেদন রয়েছে। আপনার বিশেষ ব্যক্তির নামের ব্রনোস চিড়িয়াখানা মাদাগাস্কার হিশিং তেলাপোকার নাম দিন। একই সঙ্গে তাঁর প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে জানান দিন।’
ভালোবাসা দিবসটি উপহারটি পেতে চাইলে ৮ ফেব্রুয়ারির মধ্যে অর্ডার দিতে হবে। ওয়েবসাইটে চিড়িয়াখানাটি যোগ করে, ‘আপনার কাছে সব সময় মনের ভাব প্রকাশের সঠিক শব্দ থাকে না, তবে তারপরও আপনি তাকে আলোড়িত করতে পারেন। আপনার ভালোবাসার মানুষের নামে একটি তেলাপোকার নাম দিন, কারণ তেলাপোকার আবেদন চিরকালীন।’
নেইম-আ-রোচ ব্রনোক্স জাদুঘর শুরু করে ২০১১ সালে। দেখা যায় কোনো মানুষ তেলাপোকার নাম রাখছে তাঁদের প্রাক্তন এমনকি স্ত্রীর আত্মীয়-স্বজনদের নামে। সিবিসি নিউজ জাদুঘরটির সূত্রে জানিয়েছে গত বছর ভালোবাসা দিবসের এই উপহারের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন মানুষ এভাবে তেলাপোকার নামে কারও নাম রাখে।
এই প্রোগ্রামে উপার্জিত অর্থ বিশ্বের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটিকে দিয়ে দেওয়া হয়। গত বছর টরন্টো জু ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি একই ধরনের একটি নেইম-আ-রোজ প্রচারণা চালু করে।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে চলমান ইন্ডিয়া ওপেন সুপার-৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার এক অস্বাভাবিক ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুরুষদের এককের দ্বিতীয় রাউন্ডে ভারতের এইচএস প্রণয় ও সিঙ্গাপুরের লো কিন ইউয়ের ম্যাচে কোর্টে পাখির বিষ্ঠা পড়ায় দুবার খেলা বন্ধ রাখতে
২ ঘণ্টা আগে
ভারতের পূর্বাঞ্চলীয় জঙ্গলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নতুন করে উদ্বেগজনক রূপ নিয়েছে। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের সারান্ডা বনাঞ্চলে একটি দাঁতাল হাতির হামলায় মাত্র এক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
৭ দিন আগে
বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়।
৭ দিন আগে
চীনে ৬২ বছর বয়সী এক নারী গর্ভধারণের ছয় মাস পার করছেন। তিনি অনাগত সন্তানকে তাঁর মৃত একমাত্র ছেলের পুনর্জন্ম হিসেবে দেখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
৮ দিন আগে