Ajker Patrika

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১২: ৩৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলকান অঞ্চলের নস্ত্রাদামুস হিসেবে পরিচিত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দেওয়ার জন্য আলোচিত। এর আগে তিনি, ৯/১১ সন্ত্রাসী হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু এবং চীনের উত্থানের মতো ঘটনাও তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি করা হয়। ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে বাবা ভাঙ্গার মৃত্যু হলেও তাঁর ভবিষ্যদ্বাণী ঘিরে আগ্রহ এখনো কমেনি।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং মানবজাতির প্রথমবারের মতো ভিনগ্রহের প্রাণের সঙ্গে যোগাযোগের পূর্বাভাস দিয়েছিলেন। বাবা ভাঙ্গার ভাষ্য অনুযায়ী, ‘মানবজাতি ভিনগ্রহের জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, যা বৈশ্বিক সংকট কিংবা প্রলয়ের দিকেও নিয়ে যেতে পারে।’

এই বক্তব্যের সঙ্গে সাম্প্রতিক একটি রহস্যময় মহাজাগতিক বস্তু—৩ আই/অ্যাটলাস—এর নাম জুড়ে দিচ্ছেন কিছু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা। বস্তুটি গত মাসে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায় বলে জানা গেছে।

বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাবা ভাঙ্গার তৃতীয় বিশ্বযুদ্ধ-সংক্রান্ত ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে তাইওয়ানকে ঘিরে চীনের অব্যাহত সামরিক চাপ এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েনের বিষয়টি সামনে এনে অনেকে দাবি করছেন, তাঁর এই পূর্বাভাস বাস্তবে রূপ নিতে পারে।

তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করবে না। তাঁর আগের ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল—মানবসভ্যতার পতনের সূচনা হয় গত বছর থেকে আর পৃথিবীর চূড়ান্ত অবসান ঘটবে ৫০৭৯ সালে। ২০২৫ সাল নিয়ে করা তাঁর পূর্বাভাসেও ছিল ভয়াবহ ভূমিকম্প, ইউরোপে যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় এবং মানবজাতির পতনের শুরুর ইঙ্গিত।

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছে ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী। ষোড়শ শতকে বসবাসকারী নস্ত্রাদামুস আধুনিক যুগের নানা বড় ঘটনার, যেমন অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১ হামলা ও কোভিড-১৯ মহামারি—পূর্বাভাস দিয়েছিলেন বলে অনেকে বিশ্বাস করেন।

নস্ত্রাদামুসের অস্পষ্ট লেখার ব্যাখ্যা অনুযায়ী, চলতি বছরে কোনো প্রভাবশালী পুরুষ ব্যক্তির হত্যাকাণ্ড কিংবা একটি রাজনৈতিক অভ্যুত্থান ঘটতে পারে, যা একটি শাসনব্যবস্থাকে নাড়িয়ে দেবে। তাঁর আরেকটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, এ বছর সাত মাসব্যাপী এক ভয়াবহ যুদ্ধের সম্ভাবনাও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত