Ajker Patrika

সেলুনে গিয়ে চুল কাটাচ্ছে বিড়াল

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৫: ৪৬
সেলুনে গিয়ে চুল কাটাচ্ছে বিড়াল

পোষ্য কুকুর-বিড়ালের খুনসুটি কিংবা খেলার মজার ভিডিও পশুপ্রেমীদের মন ছুঁয়ে যেতে বাধ্য। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও প্রায়ই সাড়া ফেলে। সম্প্রতি এক পোষ্যর তেমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, রীতিমতো সেলুনে গিয়ে চুল কাটাচ্ছে এক বিড়াল। হেয়ারড্রেসারকেও বেশ মজা করেই কাঁচি আর চিরুনির সহায়তায় খুদে কাস্টমারের চুল কাটতে দেখা গেছে। চুল ছাঁটার সময় বিড়ালটি চুপ করে উপভোগ করছিল। যতক্ষণ না তার চুল কাটা শেষ হয়, সে ধৈর্য ধরেই বসে ছিল। 

বিড়ালের লোম ছাঁটার মজার ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে ‘ক্যাওটিকক্যাটপিকস’ নামের একটি পেজ থেকে। ইতিমধ্যে ২৮ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। আর লাইক পড়েছে সোয়া ২ লাখের বেশি। এ ছাড়া কমেন্ট বক্সে মন্তব্যও পড়েছে ঢের। অনেকেই বিড়ালটি কতটা ধৈর্যশীল তা বিশ্বাস করতে পারেননি। 

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি আমার দেখা সবচেয়ে শান্ত বিড়াল’, আরেকজন লিখেছেন, ‘মানুষের পক্ষেও এত স্মার্টলি বসে সেবা নেওয়া অসম্ভব’, অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘কিউটনেস ওভারলোড!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওএমজি! এটা বেশি সুন্দর’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত