Ajker Patrika

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭: ৪৩
রেকর্ড দামে কেনা টুনা মাছটির সঙ্গে কিয়োশি কিমুরা। ছবি: জাপান টাইমস
রেকর্ড দামে কেনা টুনা মাছটির সঙ্গে কিয়োশি কিমুরা। ছবি: জাপান টাইমস

জাপানের টোকিওতে ঐতিহ্যবাহী নববর্ষের মাছ নিলামে ইতিহাস গড়ল একটি বিশালাকার ব্লুফিন টুনা। সোমবার (৫ জানুয়ারি) ভোরে টোকিওর টয়োসু ফিশ মার্কেটে অনুষ্ঠিত নিলামে বিক্রি হওয়া ওই প্যাসিফিক ব্লুফিন টুনাটির ওজন ছিল ২৪৩ কেজি। এটি বিক্রি হয়েছে রেকর্ড ৫১ কোটি ইয়েনে—বাংলাদেশি মুদ্রায় যা ৩৯ কোটি টাকারও বেশি।

যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিলামের প্রধান আকর্ষণ হয়ে ওঠা ওই টুনাটি কিনেছে কিয়োমুরা করপোরেশন। প্রতিষ্ঠানটির মালিক কিয়োশি কিমুরা জাপানের জনপ্রিয় সুশি রেস্তোরাঁ চেইন ‘সুশি জানমাই’-এর পরিচালক।

নববর্ষের এই মর্যাদাপূর্ণ নিলামে নিয়মিতভাবেই সর্বোচ্চ দরদাতা হিসেবে পরিচিত কিমুরা। এবার তিনি নিজেই নিজের আগের রেকর্ড ভেঙেছেন। আগের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে তিনি একটি টুনা কিনেছিলেন ৩৩ কোটি ৪০ লাখ ইয়েনে।

জানা গেছে, এবারের নিলামে রেকর্ড দামে বিক্রি হওয়া টুনাটি ধরা পড়েছে জাপানের উত্তরের ওমা উপকূলে। অঞ্চলটি উচ্চমানের টুনার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই মাছটির কেজিপ্রতি দাম পড়েছে প্রায় ২১ লাখ ইয়েন—বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১৬ লাখ ৩৯ হাজার টাকা।

টয়োসু ফিশ মার্কেটে ভোর-বেলার নিলামে প্রতিদিনই শত শত টুনা বিক্রি হয়। তবে ওমা অঞ্চলের টুনার দাম সাধারণত অন্যগুলোর তুলনায় অনেক বেশি হয়। বিশেষ করে, নববর্ষ উপলক্ষে আয়োজিত নিলামে প্রতীকী মর্যাদা, প্রচারমূল্য এবং ঐতিহ্যের কারণে দর অস্বাভাবিকভাবে চড়া হয়।

সুশি ও সাশিমির জন্য ব্যাপক জনপ্রিয়তার কারণে একসময় প্যাসিফিক ব্লুফিন টুনা প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সংরক্ষণমূলক উদ্যোগ ও নিয়ন্ত্রিত মাছ ধরার ফলে এর মজুত ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নববর্ষের এই নিলাম শুধু মাছ কেনাবেচার ঘটনা নয়, বরং জাপানের খাদ্যসংস্কৃতি, ঐতিহ্য এবং ব্যবসায়িক প্রতিযোগিতার এক অনন্য প্রদর্শনী হিসেবেও বিবেচিত হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত