পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় একটি সরকারি পুকুরে ধরা পড়েছে দুটি ইলিশ। সেই মাছ দেখে প্রত্যক্ষদর্শীদের চোখ চড়কগাছ। তবে মৎস্য কর্মকর্তা বলছেন, নোনাপানির অঞ্চল হওয়ায় কোনোভাবে মাছ দুটি পুকুরে এসে খাপ নিয়ে থাকতে পারে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে অন্যান্য মাছের সঙ্গে মাছ দুটি ধরা পড়ে। এ সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, ‘পুকুরে ইলিশ দেখে প্রথমে আমরা সবাই অবাক হয়েছি। পরে ওগুলোকে জীবিত দেখে খুব ভালো লেগেছে। ইলিশ দুটির ওজন প্রায় ৭০০ গ্রাম হয়েছে।’
উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. আব্দুল বারী বলেন, ‘উপজেলার সোলাদানা বাজারের দক্ষিণ পাশে সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। অফিস এলাকার মধ্যেই দেড় বিঘার মতো একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ইউএনও স্যারের উপস্থিতিতে মাছ ধরা হচ্ছিল। জাল দিয়ে মাছ ধরার সময় জালে অন্যান্য মাছের সঙ্গে দুইটা ইলিশ ধরা পড়ে।’
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ‘যে পুকুরে ইলিশ পাওয়া গেছে, তার পাশেই রয়েছে ঐতিহ্যবাহী শিবসা নদী। এ ছাড়া আশপাশে সবখানে লবণপানির চিংড়িঘের রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর যেকোনো উৎস থেকে ইলিশের পোনা পুকুরে ঢুকে পড়তে পারে। পরে পুকুরের পরিবেশের সঙ্গে স্বাভাবিক হয়ে যাওয়ায় পুকুরের মধ্যেই ইলিশ দুটি বড় হয়েছে বলে ধারণা করছি।’

খুলনার পাইকগাছায় একটি সরকারি পুকুরে ধরা পড়েছে দুটি ইলিশ। সেই মাছ দেখে প্রত্যক্ষদর্শীদের চোখ চড়কগাছ। তবে মৎস্য কর্মকর্তা বলছেন, নোনাপানির অঞ্চল হওয়ায় কোনোভাবে মাছ দুটি পুকুরে এসে খাপ নিয়ে থাকতে পারে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে অন্যান্য মাছের সঙ্গে মাছ দুটি ধরা পড়ে। এ সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, ‘পুকুরে ইলিশ দেখে প্রথমে আমরা সবাই অবাক হয়েছি। পরে ওগুলোকে জীবিত দেখে খুব ভালো লেগেছে। ইলিশ দুটির ওজন প্রায় ৭০০ গ্রাম হয়েছে।’
উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. আব্দুল বারী বলেন, ‘উপজেলার সোলাদানা বাজারের দক্ষিণ পাশে সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। অফিস এলাকার মধ্যেই দেড় বিঘার মতো একটি পুকুর রয়েছে। সেই পুকুরের ইউএনও স্যারের উপস্থিতিতে মাছ ধরা হচ্ছিল। জাল দিয়ে মাছ ধরার সময় জালে অন্যান্য মাছের সঙ্গে দুইটা ইলিশ ধরা পড়ে।’
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ‘যে পুকুরে ইলিশ পাওয়া গেছে, তার পাশেই রয়েছে ঐতিহ্যবাহী শিবসা নদী। এ ছাড়া আশপাশে সবখানে লবণপানির চিংড়িঘের রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর যেকোনো উৎস থেকে ইলিশের পোনা পুকুরে ঢুকে পড়তে পারে। পরে পুকুরের পরিবেশের সঙ্গে স্বাভাবিক হয়ে যাওয়ায় পুকুরের মধ্যেই ইলিশ দুটি বড় হয়েছে বলে ধারণা করছি।’

একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন, একটা ই-মেইল এসেছে যার ‘সাবজেক্ট’ অপশনে লেখা ‘টার্মিনেশন লেটার’। ঘুম ঘুম চোখে এই ই-মেইল দেখলে স্বাভাবিকভাবেই ঘুম তো থাক, অন্য সব ভাবনাও হারাম হয়ে যাওয়ার কথা! তখন ভাবনায় আসবে ঠিক কি কারণে চাকরি থেকে ছাঁটাই হতে হলো!
৫ দিন আগে
বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝগড়া—সবকিছুতেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের লিংক্যাং গ্রামের কমিটি এমন নিয়ম জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্রামের নিয়মাবলি: সবাই সমান’ শিরোনামের একটি নোটিশ ভাইরাল হওয়ার...
৬ দিন আগে
ইতালির আব্রুজ্জো অঞ্চলের মাউন্ট জিরিফালকোর পাদদেশে অবস্থিত এক প্রাচীন গ্রাম পালিয়ারা দে মার্সি। জনশূন্য এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যাই বেশি। গত কয়েক দশক ধরে গ্রামটি নিস্তব্ধতায় ডুবে ছিল, কিন্তু গত মার্চ মাস থেকে সেখানে বইছে খুশির জোয়ার। কারণ, দীর্ঘ ৩০ বছর পর এই গ্রামে প্রথম কোনো শিশুর জন্ম
৬ দিন আগে
ক্যালিফোর্নিয়ার সুজ লোপেজ যখন তাঁর ছোট ছেলে রিউকে কোলে নিয়ে বসেন, তখন এক অলৌকিক বিস্ময়ে স্তব্ধ হয়ে যান। কারণ, ছোট্ট রিউ তাঁর মায়ের জরায়ুর ভেতরে নয়, বেড়ে উঠেছিল পেটের ভেতরে একটি বিশাল আকৃতির ওভারিয়ান সিস্টের আড়ালে। চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরল এই ঘটনাকে ‘মিরাকল’ বা অলৌকিক বলছেন চিকিৎ
৮ দিন আগে