প্রযুক্তি ডেস্ক

যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।
একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।
উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।

যুক্তরাজ্যের মিলটন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালের রোগীদের কাছে নির্দিষ্ট সময়ে ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট। স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি। কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলকভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন অনুযায়ী, এ রোবট তৈরি করেছে যুক্তরাজ্যের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব রোবোটিকস। প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’–এর প্রযুক্তি নিয়ে কাজ করেছে। কার-গো গাড়িতে ব্যবহৃত ‘সোনার’ এবং ‘লিডার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রোবটটিতে। ফলে হাসপাতালের ভেতরে মানুষ, হুইলচেয়ার এবং বিছানার মতো বাধাগুলো এড়িয়ে চলতে পারে। এতে হাসপাতালে অন্যদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করে না এটি।
একাডেমি অব রোবোটিকসের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম সচিটি জানিয়েছেন, সাহায্যকারী এই রোবটগুলো হাসপাতালের কর্মী এবং রোগী উভয়ের জীবন আরও সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, এই প্রযুক্তি সবার জন্য সুফল বয়ে আনবে এবং আমরা এই কর্মসূচি বড় করার পাশাপাশি এটির প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করতে থাকব।
উল্লেখ্য, অ্যাকাডেমি অব রোবোটিকসের স্বয়ংক্রিয় গাড়ি ‘কার-গো’ বর্তমানে পণ্য সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত গতিতে চলাচল করতে সক্ষম স্বয়ংক্রিয় এই যান। কার-গো এরই মধ্যে অক্সফোর্ড শায়ারের ব্রিজ নর্টনের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে পরীক্ষা করা হয়েছে। কর্মীদের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করেছে এটি।

চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বন্ধুদের সঙ্গে কথা বলার জায়গা নয়; ব্যক্তিগত কিংবা পেশাগত অনেক গুরুত্বপূর্ণ কাজ, তথ্য আদান-প্রদান, এমনকি সংবেদনশীল আলোচনা পর্যন্ত এসব প্ল্যাটফর্মে হয়। ফলে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কী হবে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
৩ দিন আগে
নতুন বছর মানেই প্রযুক্তির নতুন দিক। ২০২৬ সালেও প্রযুক্তির জগতে কিছু নতুন, আবার কিছু পরিচিত প্রযুক্তি বড় আলোচনায় থাকবে। বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদ ও বিখ্যাত ম্যাগাজিনগুলোর বিশ্লেষণ অনুযায়ী, আগামী বছরে যেসব প্রযুক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, সেগুলো ধীরে ধীরে বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
৩ দিন আগেগুগল ক্রোম ব্রাউজার আমরা প্রতিদিন ব্যবহার করলেও এর অ্যাড্রেসবার কিংবা ওমনিবক্সে থাকা অনেক দরকারি ফিচার জানার বাইরে থাকে। শুধু সার্চিং নয়, এই অ্যাড্রেসবার থেকে অনেক কাজ দ্রুততম সময়ে করা সম্ভব। এটি অফিস কিংবা অনলাইন মিটিংয়ে সময় বাঁচাতে সাহায্য করে।
৩ দিন আগে