অনলাইন ডেস্ক
কোনো বিরতি দিয়ে নয়, নির্ধারিত সময়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। গতকাল শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে এই তথ্য জানান।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, ফেসবুকের মূল কোম্পানি মেটা, ফ্রান্সের এআই স্টার্টআপ মিসট্রাল এবং নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএলসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির দাবি ছিল, আইনটি বাস্তবায়নে উদ্যোগ যেন আপাতত স্থগিত রাখে বা অনন্ত কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে রেনিয়ে বলেন, ‘আমি এআই আইন নিয়ে অনেক রিপোর্ট, অনেক চিঠি ও নানা মন্তব্য দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই—(আইনটি কার্যকর করার ক্ষেত্রে) কোনো ‘স্টপ দ্য ক্লক’ (সময় ক্ষেপণের সুযোগ) নেইভ, কোনো গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) নেই। বিরতিরও কোনো সুযোগ নেই।’
তিনি জানান, এআই আইনের বিধান অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কিছু নিয়ম কার্যকর হয়েছে। সাধারণ উদ্দেশ্যভিত্তিক এআই মডেলগুলোর ওপর নিয়ম কার্যকর হবে এ বছর আগস্ট থেকে। আর ‘হাই-রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ মডেলগুলোর জন্য নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের আগস্ট থেকে।
কমিশন আরও জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ডিজিটাল নিয়ম সহজ করতে কিছু প্রস্তাব আনা হবে। বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য রিপোর্টিং বাধ্যবাধকতা কমানোর উদ্যোগ নেওয়া হবে।
ইইউর এই নতুন আইন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। তবে কিছু কোম্পানি বলছে, এই আইন মানতে গিয়ে প্রচুর খরচ ও কঠিন বিধিনিষেধ মোকাবিলা করতে হবে। আর এখন পর্যন্ত এআই প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন।
তথ্যসূত্র: রয়টার্স
কোনো বিরতি দিয়ে নয়, নির্ধারিত সময়েই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আইন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। গতকাল শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে এই তথ্য জানান।
গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট, ফেসবুকের মূল কোম্পানি মেটা, ফ্রান্সের এআই স্টার্টআপ মিসট্রাল এবং নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএলসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানির দাবি ছিল, আইনটি বাস্তবায়নে উদ্যোগ যেন আপাতত স্থগিত রাখে বা অনন্ত কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে রেনিয়ে বলেন, ‘আমি এআই আইন নিয়ে অনেক রিপোর্ট, অনেক চিঠি ও নানা মন্তব্য দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই—(আইনটি কার্যকর করার ক্ষেত্রে) কোনো ‘স্টপ দ্য ক্লক’ (সময় ক্ষেপণের সুযোগ) নেইভ, কোনো গ্রেস পিরিয়ড (অতিরিক্ত সময়) নেই। বিরতিরও কোনো সুযোগ নেই।’
তিনি জানান, এআই আইনের বিধান অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কিছু নিয়ম কার্যকর হয়েছে। সাধারণ উদ্দেশ্যভিত্তিক এআই মডেলগুলোর ওপর নিয়ম কার্যকর হবে এ বছর আগস্ট থেকে। আর ‘হাই-রিস্ক’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ মডেলগুলোর জন্য নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের আগস্ট থেকে।
কমিশন আরও জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ডিজিটাল নিয়ম সহজ করতে কিছু প্রস্তাব আনা হবে। বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য রিপোর্টিং বাধ্যবাধকতা কমানোর উদ্যোগ নেওয়া হবে।
ইইউর এই নতুন আইন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। তবে কিছু কোম্পানি বলছে, এই আইন মানতে গিয়ে প্রচুর খরচ ও কঠিন বিধিনিষেধ মোকাবিলা করতে হবে। আর এখন পর্যন্ত এআই প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন।
তথ্যসূত্র: রয়টার্স
শিশু-কিশোরদের মধ্যে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নেওয়ার প্রবণতা ক্রমাগত বাড়ছে। মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, ব্যক্তিগত নিরাপত্তা এবং মনোযোগ ধরে রাখার জন্য নিজেরাই এমন সিদ্ধান্ত নিচ্ছে। নতুন এক সমীক্ষা থেকে জানা যায়, তারা মা-বাবার ওপর নির্ভর না করে নিজস্ব সচেতনতা থেকেই এমন উদ্যোগ নিচ্ছে
১৩ ঘণ্টা আগেচলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ার বার্কলিতে ঘটে যায় গণিতের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। গোপনীয়তা রক্ষা করে সেখানে জড়ো হন বিশ্বের শীর্ষস্থানীয় ৩০ জন গণিতবিদ। যুক্তরাজ্যসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই গুণীজনেরা অংশ নেন একটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায়। এতে গণিতবিদদের প্রতিপক্ষ ছিল—একটি
১৬ ঘণ্টা আগেপানির ভেতরে থ্রিডি প্রিন্টিংয়ের অভিনব কৌশল উদ্ভাবন করলেন ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) একদল গবেষক। বিজ্ঞানীরা দেখিয়েছেন, কীভাবে গাছ থেকে তৈরি ‘প্লাস্টিক’ ও পেনসিলের গ্রাফাইট ব্যবহার করে পানি ভেতরে ৩ডি প্রিন্টিংয়ের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহী উপাদান বানানো সম্ভব।
১৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট গ্রোক–এর ইহুদিবিদ্বেষী একাধিক মন্তব্যের পর’-দুঃখ প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সএআই। গত শনিবার এক পোস্টে এক্সএআইএর পক্ষ থেকে জানানো হয়, ‘অনেকেই যে ‘ভয়াবহ আচরণের’ (গ্রোকের) সম্মুখীন হয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।
১৯ ঘণ্টা আগে