নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের জাতীয় খেলা হলেও কাবাডি যেন আড়ালেই পড়ে থাকে। তবে খেলাটিতে সুদিন ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ কাবাডি ফেডারেশন। তারই অংশ হিসেবে আগামীকাল শনিবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ’।
টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচটি। জনপ্রিয়তা পাওয়ায় এবার দলের সংখ্যা বেড়ে হয়েছে আট। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইংল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ইরাক। সব কটি ম্যাচ হবে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।
আগামীকাল বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ইংল্যান্ড। আট দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার বাংলাদেশই (৫) সবার ওপরে। শ্রীলঙ্কা ৬, কেনিয়া ৭, নেপাল ৮, ইন্দোনেশিয়া ১০, ইরাক ১১, মালয়েশিয়া ১৪ ও ইংল্যান্ড ১৫ নম্বরে রয়েছে।
রাজধানীর একটি হোটেলে আজ শুক্রবার জমকালো আয়োজনে শিরোপা উন্মোচন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সেখানে দলগুলোর অধিনায়ক ও প্রতিনিধিরা জানান নিজেদের লক্ষ্য।
বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার শিরোপা ধরে রাখার ব্যাপারে বেশ আশবাদী, ‘আমরা এক বছর অনুশীলনের মধ্যে আছি। স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে তুহিনের ভাষ্য, ‘ওদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৬ বিশ্বকাপে আমরা ওদের বড় ব্যবধানে হারিয়েছি। আমরা জিতব, সে আত্মবিশ্বাস আছে। তবু ওদের খাটো করে দেখার সুযোগ নেই। কার শক্তি কেমন, তা মাঠেই বোঝা যাবে।’
প্রথম দিনের খেলা:
ম্যাচ শুরু
বাংলাদেশ-ইংল্যান্ড বিকেল ৫টা ৩০ মিনিট
শ্রীলঙ্কা-মালয়েশিয়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
কেনিয়া-ইরাক সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

দেশের জাতীয় খেলা হলেও কাবাডি যেন আড়ালেই পড়ে থাকে। তবে খেলাটিতে সুদিন ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ কাবাডি ফেডারেশন। তারই অংশ হিসেবে আগামীকাল শনিবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ’।
টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচটি। জনপ্রিয়তা পাওয়ায় এবার দলের সংখ্যা বেড়ে হয়েছে আট। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইংল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ইরাক। সব কটি ম্যাচ হবে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।
আগামীকাল বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ইংল্যান্ড। আট দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার বাংলাদেশই (৫) সবার ওপরে। শ্রীলঙ্কা ৬, কেনিয়া ৭, নেপাল ৮, ইন্দোনেশিয়া ১০, ইরাক ১১, মালয়েশিয়া ১৪ ও ইংল্যান্ড ১৫ নম্বরে রয়েছে।
রাজধানীর একটি হোটেলে আজ শুক্রবার জমকালো আয়োজনে শিরোপা উন্মোচন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সেখানে দলগুলোর অধিনায়ক ও প্রতিনিধিরা জানান নিজেদের লক্ষ্য।
বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার শিরোপা ধরে রাখার ব্যাপারে বেশ আশবাদী, ‘আমরা এক বছর অনুশীলনের মধ্যে আছি। স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে তুহিনের ভাষ্য, ‘ওদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৬ বিশ্বকাপে আমরা ওদের বড় ব্যবধানে হারিয়েছি। আমরা জিতব, সে আত্মবিশ্বাস আছে। তবু ওদের খাটো করে দেখার সুযোগ নেই। কার শক্তি কেমন, তা মাঠেই বোঝা যাবে।’
প্রথম দিনের খেলা:
ম্যাচ শুরু
বাংলাদেশ-ইংল্যান্ড বিকেল ৫টা ৩০ মিনিট
শ্রীলঙ্কা-মালয়েশিয়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
কেনিয়া-ইরাক সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে