পেপ গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকেই ম্যানচেস্টার সিটি একরকম অপ্রতিরোধ্য প্রিমিয়ার লিগে। সর্বশেষ ছয় মৌসুমের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এবারও ব্যতিক্রম হয়নি।
লিগ জয়ের বিষয়ে এত দিন কিছু না বললেও গতকাল ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে মুখ খুলেছেন গার্দিওলা। স্প্যানিশ কোচের মতে, তাঁরা কেন চ্যাম্পিয়ন তা মাঠে দেখিয়েছেন।
গতকাল ব্রাইটনের মাঠে ১-১ গোলে ড্র করার পর গার্দিওলা বলেছেন, ‘আমরা কেন চ্যাম্পিয়ন তা মাঠে দেখিয়েছি। দলগুলোর বিপক্ষে বলসহ কিংবা বল ছাড়া তারা (শিষ্যরা) যা করেছে, তাতে আমরা তীব্রতা বা পরিকল্পনা থেকে এক বিন্দুও সরে আসিনি। এ কারণেই আমরা আবার দেখিয়েছি এই মৌসুমে আমরা কী করেছি। শিরোপা আমরা মাঠেই জিতেছি, কেউ আমাদের তুলে দেয়নি।’
ব্রাইটনের বিপক্ষে গতকাল এগিয়ে থেকেও শেষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানসিটিকে। বরাবরের মতোই গতকালের ম্যাচেও বল পজিশন ধরে রেখে ২৫ মিনিটে এগিয়ে গিয়েছিল সিটি। লিড এনে দেওয়া গোলটি করেন ফিল ফোডেন। তবে বেশিক্ষণ লিডটি ধরে রাখতে পারেনি তারা। ৩৮ মিনিটে গোলটি শোধ দেন ব্রাইটনের প্রতিপক্ষ জুলিও এনসিসো। এরপর আর কোনো গোল না হওয়ায় দুই দলকে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়।
ড্রয়ে মাঠ ছাড়াতে ব্রাইটনের বড় লাভই হয়েছে। ১ পয়েন্ট যে তাদের ইউরোপা লিগের জায়গা নিশ্চিত করে দিয়েছে। প্রতিপক্ষের এমন অর্জনে প্রশংসা করেছেন গার্দিওলাও। সিটি কোচ বলেছেন, ‘অন্যরকম এক ম্যাচ। আনুষ্ঠানিকভাবে ইউরোপা লিগে ব্রাইটনের যোগ্যতা নিশ্চিত হওয়ায় তাদের অভিনন্দন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৮ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে