
ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে একের পর এক গোল করে রেকর্ড ভাঙা-গড়া শুরু করেছিলেন আর্লিং হালান্ড। তবে মাঝে কিছু সময় ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছিলেন তিনি। সে সময় বেশ কিছু সমালোচনাও শুনতে হয়। সেই সব সমালোচনার জবাব এবার এক ম্যাচেই দিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
চ্যাম্পিয়নস লিগের শেষে ষোলোর দ্বিতীয় লেগে একাই ৫ গোল করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন হালান্ড। তাঁর ৫ গোলের সঙ্গে ইলকাই গুন্ডোগান ও কেভিন ডি ব্রুইনার গোলে আরবি লাইপজিগকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগে এটি যৌথ সর্বোচ্চ বড় জয় সিটিজেনদের। ২০১৯ সালের মার্চে শালকে বিপক্ষে সমান ৭-০ গোলের জয় পেয়েছিল তারা। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের ব্যবধানে ইউরোপীয় মঞ্চের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
৫ গোলে ফুটবলের রেকর্ডের পাতা উল্টো-পাল্টা করে দিয়েছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো।
গতকালের গোলের সমান এ মৌসুমে এখন পর্যন্ত ৫টি হ্যাটট্রিকও করেছেন হালান্ড। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে তিনটি বেশি হ্যাটট্রিক করেছেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে হ্যারি কেইনের ৫ হ্যাটট্রিকের পর প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ড অধিনায়কের সমান হ্যাটট্রিক করেছেন হালান্ড।
এ তো গেল অন্যদের পাশে বসার রেকর্ড। হালান্ড নিজে কয়েকটি রেকর্ড গড়েছেন, যা আগে কখনো হয়নি। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ডটি গড়তে ২২ বছর ২৩৬ দিন সময় নিয়েছেন। এই রেকর্ড গড়ার পথেই সবচেয়ে কম ম্যাচে ৩০ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। ২৫ ম্যাচে এই গোল করেছেন ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে।
সব মিলিয়ে এ মৌসুমে ৩৯ গোল করেছেন হালান্ড। এতে করে ম্যানসিটির হয়ে ৯৪ বছরের এক রেকর্ড ভেঙেছেন এই স্ট্রাইকার। ১৯২৮-২৯ মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেছিলেন টমি জনসন। এত দিন তাঁর রেকর্ডটিই ছিল এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। গতকাল ৩৯ গোল করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী তারকা।
চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে পোর্তো-ইন্টার মিলানের ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।

ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে একের পর এক গোল করে রেকর্ড ভাঙা-গড়া শুরু করেছিলেন আর্লিং হালান্ড। তবে মাঝে কিছু সময় ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছিলেন তিনি। সে সময় বেশ কিছু সমালোচনাও শুনতে হয়। সেই সব সমালোচনার জবাব এবার এক ম্যাচেই দিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
চ্যাম্পিয়নস লিগের শেষে ষোলোর দ্বিতীয় লেগে একাই ৫ গোল করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন হালান্ড। তাঁর ৫ গোলের সঙ্গে ইলকাই গুন্ডোগান ও কেভিন ডি ব্রুইনার গোলে আরবি লাইপজিগকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। চ্যাম্পিয়নস লিগে এটি যৌথ সর্বোচ্চ বড় জয় সিটিজেনদের। ২০১৯ সালের মার্চে শালকে বিপক্ষে সমান ৭-০ গোলের জয় পেয়েছিল তারা। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের ব্যবধানে ইউরোপীয় মঞ্চের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
৫ গোলে ফুটবলের রেকর্ডের পাতা উল্টো-পাল্টা করে দিয়েছেন হালান্ড। এক ম্যাচেই বহু রেকর্ড ভেঙেছেন এবং কিছু প্রথমবারের মতো করেছেন তিনি। তৃতীয় খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ৫ গোল করেছেন সিটি স্ট্রাইকার। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০১২ সালের মার্চে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন বার্সেলোনার হয়ে লিওনেল মেসি। আর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাখতার দোনেৎস্কের হয়ে ২০১৪ সালের অক্টোবরে মেসির পাশে বসেছিলেন লুইজ আদ্রিয়ানো।
গতকালের গোলের সমান এ মৌসুমে এখন পর্যন্ত ৫টি হ্যাটট্রিকও করেছেন হালান্ড। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে তিনটি বেশি হ্যাটট্রিক করেছেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে হ্যারি কেইনের ৫ হ্যাটট্রিকের পর প্রিমিয়ার লিগের প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ড অধিনায়কের সমান হ্যাটট্রিক করেছেন হালান্ড।
এ তো গেল অন্যদের পাশে বসার রেকর্ড। হালান্ড নিজে কয়েকটি রেকর্ড গড়েছেন, যা আগে কখনো হয়নি। চ্যাম্পিয়নস লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ গোলের রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ডটি গড়তে ২২ বছর ২৩৬ দিন সময় নিয়েছেন। এই রেকর্ড গড়ার পথেই সবচেয়ে কম ম্যাচে ৩০ গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। ২৫ ম্যাচে এই গোল করেছেন ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে।
সব মিলিয়ে এ মৌসুমে ৩৯ গোল করেছেন হালান্ড। এতে করে ম্যানসিটির হয়ে ৯৪ বছরের এক রেকর্ড ভেঙেছেন এই স্ট্রাইকার। ১৯২৮-২৯ মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেছিলেন টমি জনসন। এত দিন তাঁর রেকর্ডটিই ছিল এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। গতকাল ৩৯ গোল করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ২২ বছর বয়সী তারকা।
চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে পোর্তো-ইন্টার মিলানের ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে