
একটা সময় আর্সেনালের সঙ্গে প্রিমিয়ার লিগে ৮ পয়েন্টের ব্যবধান ছিল ম্যানচেস্টার সিটির। সেই ব্যবধান কমিয়ে সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে প্রতিপক্ষের থেকে এক ম্যাচ বেশি খেলে। গতকালও সুযোগ ছিল সমানে সমানে পয়েন্টের লড়াই চালিয়ে যাওয়ার।
কিন্তু নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে এগিয়ে থেকেও শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ম্যানসিটির। ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েও কেন এমনটা হলো তার ব্যাখ্যা দিতে পারছেন না কোচ পেপ গার্দিওলা। আসলে পয়েন্ট হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়েছেন তিনি।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি, হয়তো দিনটা আমাদের ছিল না তাই। গোলরক্ষক থেকে এক মিটার দূরেও আমরা গোলের সুযোগ হাতছাড়া করেছি। শুধু একবার নয়, বেশ কয়েকবার গোল করতে পারিনি। এ জন্যই আমরা জিততে পারিনি। এ ব্যাপারে আমি কী বলতে পারি?’
ম্যাচ জিততে না পারলেও তাঁর শিষ্যরা দুর্দান্ত খেলেছেন বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমাদের দুর্দান্ত পারফরম্যান্স ছিল। কিন্তু ভালো খেলেও স্কোর বাড়াতে পারিনি আমরা। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে গোল করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় পয়েন্ট হারাতে হয়। প্রথমার্ধে ২-০ অথবা ৩-০ হওয়া উচিত ছিল। উল্টো আমরা গোল খেয়ে পয়েন্ট হারিয়ে বসলাম। আমরা খুবই দুঃখিত এবং হতাশ। তবে আমরা সত্যি ভালো খেলেছিলাম।’
গতকাল সিটিজেনদের উল্টো চিত্র আর্সেনালের। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় পেয়েছে তারা। এই জয়ে ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা। আর এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা দলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।

একটা সময় আর্সেনালের সঙ্গে প্রিমিয়ার লিগে ৮ পয়েন্টের ব্যবধান ছিল ম্যানচেস্টার সিটির। সেই ব্যবধান কমিয়ে সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে প্রতিপক্ষের থেকে এক ম্যাচ বেশি খেলে। গতকালও সুযোগ ছিল সমানে সমানে পয়েন্টের লড়াই চালিয়ে যাওয়ার।
কিন্তু নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে এগিয়ে থেকেও শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ম্যানসিটির। ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েও কেন এমনটা হলো তার ব্যাখ্যা দিতে পারছেন না কোচ পেপ গার্দিওলা। আসলে পয়েন্ট হারিয়ে অনেকটা বাকরুদ্ধ হয়েছেন তিনি।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি, হয়তো দিনটা আমাদের ছিল না তাই। গোলরক্ষক থেকে এক মিটার দূরেও আমরা গোলের সুযোগ হাতছাড়া করেছি। শুধু একবার নয়, বেশ কয়েকবার গোল করতে পারিনি। এ জন্যই আমরা জিততে পারিনি। এ ব্যাপারে আমি কী বলতে পারি?’
ম্যাচ জিততে না পারলেও তাঁর শিষ্যরা দুর্দান্ত খেলেছেন বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমাদের দুর্দান্ত পারফরম্যান্স ছিল। কিন্তু ভালো খেলেও স্কোর বাড়াতে পারিনি আমরা। প্রতিযোগিতার এই পর্যায়ে এসে গোল করা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় পয়েন্ট হারাতে হয়। প্রথমার্ধে ২-০ অথবা ৩-০ হওয়া উচিত ছিল। উল্টো আমরা গোল খেয়ে পয়েন্ট হারিয়ে বসলাম। আমরা খুবই দুঃখিত এবং হতাশ। তবে আমরা সত্যি ভালো খেলেছিলাম।’
গতকাল সিটিজেনদের উল্টো চিত্র আর্সেনালের। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় পেয়েছে তারা। এই জয়ে ২৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গানাররা। আর এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা দলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে