Ajker Patrika

টিম হোটেলে হামজা-রাকিবদের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৫, ১৫: ০২
ঈদের সকালে হামজা চৌধুরী-রাকিব হোসেনরা একসঙ্গে ছবি তুলেছেন। ছবি: ফেসবুক
ঈদের সকালে হামজা চৌধুরী-রাকিব হোসেনরা একসঙ্গে ছবি তুলেছেন। ছবি: ফেসবুক

দুই মাস পর আবারও সবাই একে অপরকে ঈদ মোবারক বলছেন। ধর্মপ্রাণ মুসলমানরা এবার উদযাপন করছেন ঈদুল আজহা। এই ঈদ কোরবানির ঈদ নামেও পরিচিত। বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীরা পরিবার পরিজন-বন্ধুবান্ধবদের সঙ্গে উদযাপন করছেন ঈদুল আজহা।

বাংলাদেশ ক্রিকেট দলের এখন কোনো ব্যস্ততা না থাকায় তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমরা পরিবার ও এলাকাবাসীর সঙ্গে ঈদ উদযাপন করছেন। কিন্তু হামজা চৌধুরী-রাকিব হোসেনদের সেই সুযোগ তো নেই। কারণ, ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের ফুটবলাররা ঈদ উদযাপন করেছেন দলের সঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করছে। ভিডিওতে ফুটবলারদের সাদা পাঞ্জাবি পরতে দেখা গেছে। ঈদের দিনে সবাই আছেন হাসিমুখে। যার মধ্যে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামজা, রাকিব , মেহেদী হাসান শ্রাবণ, সুমন রেজা, রহমত মিয়া, ঈসা ফয়সাল—এই ছয়জন একত্রিত হয়ে টিম হোটেলে ছবি তুলেছেন।

ফুটবলারদের সঙ্গে বাফুফের কর্মকর্তাদেরও ভিডিওতে দেখা গেছে। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন। বাফুফে এই ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘ত্যাগ ও ঐক্যে মহিমান্বিত হয়ে বাংলাদেশি ফুটবলাররা ঈদুল আজহার নামাজ পড়েছেন। বিশ্বাস ও ভ্রাতৃত্বের অসাধারণ এক মুহূর্ত।’ মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, ‘ঈদ মোবারক।’

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১০ জুন মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচের আগে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নিয়েছে দারুণভাবে। ৪ জুন জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে হামজা ও সোহেল রানা একটি করে গোল করেছেন। হামজার গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল। ছন্দে থাকা বাংলাদেশের এই মিডফিল্ডার হয়ে গেলেন শাহ্ সিমেন্টের শুভেচ্ছাদূত। এবার তিনি সিঙ্গাপুর ম্যাচেও চমক দেখানোর অপেক্ষায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত