ডয়চে ভেলে

ব্রাজিলের প্রতিভাধর ফুটবলাররা বিদেশে চলে যাচ্ছেন। আর ব্রাজিলে ফুটবল আকর্ষণ হারাচ্ছে। প্যারিসে ২০২৪-এর অলিম্পিকে ব্রাজিলের ফুটবল দলকে দেখা যাবে না। কারণ, পুরুষদের জাতীয় ফুটবল দল অলিম্পিকে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারেনি। লাতিন আমেরিকার কোয়ালিফাইং গ্রুপের তালিকায় তাদের স্থান ছিল ৬ নম্বরে। যে দেশ পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে, তাদের এই শোচনীয় অবস্থার কথা ভাবলে কষ্ট হতেই পারে।
গত শনিবার ডরিভাল জুনিয়র কোচের দায়িত্ব নিয়েছেন। দুই বছরের মধ্যে তিনি হলেন পঞ্চম কোচ। তাঁর প্রশিক্ষণে ইংল্যান্ডে ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিলের সাবেক স্ট্রাইকার গ্রাফিটের নেতৃত্বে উলফসবার্গ ২০০৯ সালে তাদের একমাত্র বুন্দেসলিগা খেতাব জিতেছিল।
তিনি ডিডব্লিউকে বলেছেন, ‘ব্রাজিলের সেই অপূর্ব খেলা, যার জন্য পেলের মতো খেলোয়াড়েরা মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তা এখন আর চেনা যায় না। ফুটবলে ব্রাজিলিয়ান ঘরানা আজ আর নেই।’
গ্রাফিট চাইছেন ও চেষ্টা করছেন, ব্রাজিলে সেই ফুটবল যাতে আবার ফিরে আসে।
বিদেশে যাচ্ছেন বছরে কয়েক শ ফুটবলার
এমন নয় যে গ্রাফিটই প্রথম বিশেষজ্ঞ, যিনি এ কথা বললেন। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। তারপর বিখ্যাত ফুটবলার ও কোচ জাগালো বলেছিলেন, ব্রাজিলের সব ফুটবল প্রতিভা বিদেশে চলে যাচ্ছে। ঘরের মাঠে খেলতে আগ্রহী নয়। ফলে ফুটবলে ব্রাজিলের আইডেনটিটি বা পরিচয় আর বজায় থাকছে না।
প্রায় ২০ বছর হলো ইউরোপে নিয়ম বদলেছে। ফলে বাইরের দেশের ফুটবলারদের সেখানে খেলা অনেক সহজ হয়েছে। এর ফলে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার সেখানে যাচ্ছেন। প্রতিবছর ব্রাজিল থেকে কয়েক শ ফুটবলার সেখানে খেলতে যান। ঐতিহাসিক ডেভিড গোমস ডিডব্লিউকে বলেছেন, ‘এর ফলে ব্রাজিলের ফুটবল তার পরিচয় হারিয়েছে।’
গোমস বহু বছর ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসের উপর গবেষণা করছেন। তিনি বলেছেন, ‘যে প্রতিভাবান ফুটবলাররা নিজের দেশে থেকে তাদের প্রতিভা বিকশিত করতে পারতেন, দেশের ফুটবলকে তুলে ধরতে পারতেন, তারা অকালে চলে যাচ্ছেন ইউরোপে। তাদের প্রতিভার পূর্ণ বিকাশ হচ্ছে না।’ তিনি বলেছেন, ‘ব্রাজিলের ফুটবলের বিশেষত্ব ছিল, অসাধারণ ড্রিবলিং, যা দেখে দর্শক আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ত।’
২০১৮ সালে ভিনিসিয়াস জুনিয়রের মতো অত্যন্ত প্রতিভাবান ফুটবলার চলে যান। গত বছর গরমে এন্ডরিক চলে যান রিয়াল মাদ্রিদে।
খেলার মান পড়ছে
তবে ঘটনা হলো, ব্রাজিলের ফুটবল লিগ শুধু যে এই তারকা ফুটবলারদের হারাচ্ছে তা নয়, খেলার মান সমানে পড়ছে। অনেক ফুটবলার চলে যাচ্ছেন। তাঁদের হয়তো কেউ তেমনভাবে নজর করে না। এভাবেই ফুটবল প্রতিভাদের নিয়ে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো।
গ্রাফিট বলেছেন, ব্রাজিলের ফুটবলাররা ইউরোপীয় ঘরানার ফুটবলের সঙ্গে খুব সহজে মানিয়ে নেন। আর হারিয়ে যায় ব্রাজিলের ঘরানা।
এবার ব্রাজিলের জাতীয় দলের হয়ে যখন ফুটবলাররা খেলতে আসেন, তখন ব্রাজিলের ঘরানার সঙ্গে ইউরোপের ঘরানার সংঘাত শুরু হয়।
২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল।

ব্রাজিলের প্রতিভাধর ফুটবলাররা বিদেশে চলে যাচ্ছেন। আর ব্রাজিলে ফুটবল আকর্ষণ হারাচ্ছে। প্যারিসে ২০২৪-এর অলিম্পিকে ব্রাজিলের ফুটবল দলকে দেখা যাবে না। কারণ, পুরুষদের জাতীয় ফুটবল দল অলিম্পিকে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারেনি। লাতিন আমেরিকার কোয়ালিফাইং গ্রুপের তালিকায় তাদের স্থান ছিল ৬ নম্বরে। যে দেশ পাঁচবার ফুটবল বিশ্বকাপ জিতেছে, তাদের এই শোচনীয় অবস্থার কথা ভাবলে কষ্ট হতেই পারে।
গত শনিবার ডরিভাল জুনিয়র কোচের দায়িত্ব নিয়েছেন। দুই বছরের মধ্যে তিনি হলেন পঞ্চম কোচ। তাঁর প্রশিক্ষণে ইংল্যান্ডে ওয়েম্বলি স্টেডিয়ামে গিয়ে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল।
ব্রাজিলের সাবেক স্ট্রাইকার গ্রাফিটের নেতৃত্বে উলফসবার্গ ২০০৯ সালে তাদের একমাত্র বুন্দেসলিগা খেতাব জিতেছিল।
তিনি ডিডব্লিউকে বলেছেন, ‘ব্রাজিলের সেই অপূর্ব খেলা, যার জন্য পেলের মতো খেলোয়াড়েরা মানুষের মনে জায়গা করে নিয়েছেন, তা এখন আর চেনা যায় না। ফুটবলে ব্রাজিলিয়ান ঘরানা আজ আর নেই।’
গ্রাফিট চাইছেন ও চেষ্টা করছেন, ব্রাজিলে সেই ফুটবল যাতে আবার ফিরে আসে।
বিদেশে যাচ্ছেন বছরে কয়েক শ ফুটবলার
এমন নয় যে গ্রাফিটই প্রথম বিশেষজ্ঞ, যিনি এ কথা বললেন। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। তারপর বিখ্যাত ফুটবলার ও কোচ জাগালো বলেছিলেন, ব্রাজিলের সব ফুটবল প্রতিভা বিদেশে চলে যাচ্ছে। ঘরের মাঠে খেলতে আগ্রহী নয়। ফলে ফুটবলে ব্রাজিলের আইডেনটিটি বা পরিচয় আর বজায় থাকছে না।
প্রায় ২০ বছর হলো ইউরোপে নিয়ম বদলেছে। ফলে বাইরের দেশের ফুটবলারদের সেখানে খেলা অনেক সহজ হয়েছে। এর ফলে ঝাঁকে ঝাঁকে প্লেয়ার সেখানে যাচ্ছেন। প্রতিবছর ব্রাজিল থেকে কয়েক শ ফুটবলার সেখানে খেলতে যান। ঐতিহাসিক ডেভিড গোমস ডিডব্লিউকে বলেছেন, ‘এর ফলে ব্রাজিলের ফুটবল তার পরিচয় হারিয়েছে।’
গোমস বহু বছর ধরে ব্রাজিলের ফুটবল ইতিহাসের উপর গবেষণা করছেন। তিনি বলেছেন, ‘যে প্রতিভাবান ফুটবলাররা নিজের দেশে থেকে তাদের প্রতিভা বিকশিত করতে পারতেন, দেশের ফুটবলকে তুলে ধরতে পারতেন, তারা অকালে চলে যাচ্ছেন ইউরোপে। তাদের প্রতিভার পূর্ণ বিকাশ হচ্ছে না।’ তিনি বলেছেন, ‘ব্রাজিলের ফুটবলের বিশেষত্ব ছিল, অসাধারণ ড্রিবলিং, যা দেখে দর্শক আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়ত।’
২০১৮ সালে ভিনিসিয়াস জুনিয়রের মতো অত্যন্ত প্রতিভাবান ফুটবলার চলে যান। গত বছর গরমে এন্ডরিক চলে যান রিয়াল মাদ্রিদে।
খেলার মান পড়ছে
তবে ঘটনা হলো, ব্রাজিলের ফুটবল লিগ শুধু যে এই তারকা ফুটবলারদের হারাচ্ছে তা নয়, খেলার মান সমানে পড়ছে। অনেক ফুটবলার চলে যাচ্ছেন। তাঁদের হয়তো কেউ তেমনভাবে নজর করে না। এভাবেই ফুটবল প্রতিভাদের নিয়ে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো।
গ্রাফিট বলেছেন, ব্রাজিলের ফুটবলাররা ইউরোপীয় ঘরানার ফুটবলের সঙ্গে খুব সহজে মানিয়ে নেন। আর হারিয়ে যায় ব্রাজিলের ঘরানা।
এবার ব্রাজিলের জাতীয় দলের হয়ে যখন ফুটবলাররা খেলতে আসেন, তখন ব্রাজিলের ঘরানার সঙ্গে ইউরোপের ঘরানার সংঘাত শুরু হয়।
২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে