আজকের পত্রিকা ডেস্ক

ফিফার অনুমোদনের পর বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামা এখন শুধুই সময়ের ব্যাপার। এ বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
হামজার পথ ধরে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশকে বেছে নেবেন বলে আশা করছেন তাবিথ। বাফুফে সভাপতি বলেন, ‘আশা করছি হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারব। এ ছাড়া বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে।’
হামজার বাংলাদেশ অধ্যায় কবে থেকে শুরু, সেটি স্পষ্ট জানাননি তাবিথ। যদিও শোনা যাচ্ছে, আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার। এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘এখনো সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা পরিকল্পনা করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে আসতে দেব না। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে। ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচ ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ থাকবে।’
হামজার সঙ্গে এখনো কথা না হলেও শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেছেন তাবিথ। পাশাপাশি আরও দু-একজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের অপেক্ষায়ও বাফুফে। যেমন আভাস মিলল তাবিথের কথায়, ‘হামজার সঙ্গে বাফুফের দেড় বছর ধরে কথা চলছে। তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে সামনের দিকে সরাসরি বসব। প্রস্তুতি নিচ্ছি এরই মধ্যে আরও দু-একজন খেলোয়াড় পাওয়া যায় কিনা। সব প্রস্তুতি নিয়ে হামজার সঙ্গে বসার চিন্তা করছি।’

ফিফার অনুমোদনের পর বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামা এখন শুধুই সময়ের ব্যাপার। এ বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
হামজার পথ ধরে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশকে বেছে নেবেন বলে আশা করছেন তাবিথ। বাফুফে সভাপতি বলেন, ‘আশা করছি হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারব। এ ছাড়া বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে।’
হামজার বাংলাদেশ অধ্যায় কবে থেকে শুরু, সেটি স্পষ্ট জানাননি তাবিথ। যদিও শোনা যাচ্ছে, আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার। এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘এখনো সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা পরিকল্পনা করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে আসতে দেব না। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে। ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচ ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ থাকবে।’
হামজার সঙ্গে এখনো কথা না হলেও শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেছেন তাবিথ। পাশাপাশি আরও দু-একজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের অপেক্ষায়ও বাফুফে। যেমন আভাস মিলল তাবিথের কথায়, ‘হামজার সঙ্গে বাফুফের দেড় বছর ধরে কথা চলছে। তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে সামনের দিকে সরাসরি বসব। প্রস্তুতি নিচ্ছি এরই মধ্যে আরও দু-একজন খেলোয়াড় পাওয়া যায় কিনা। সব প্রস্তুতি নিয়ে হামজার সঙ্গে বসার চিন্তা করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে