Ajker Patrika

হামজার মতো আরও প্রবাসী ফুটবলার খুঁজছে বাফুফে

অনলাইন ডেস্ক
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বাফুফে
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

ফিফার অনুমোদনের পর বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামা এখন শুধুই সময়ের ব্যাপার। এ বিষয়ে আজ সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

হামজার পথ ধরে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশকে বেছে নেবেন বলে আশা করছেন তাবিথ। বাফুফে সভাপতি বলেন, ‘আশা করছি হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারব। এ ছাড়া বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে।’

হামজার বাংলাদেশ অধ্যায় কবে থেকে শুরু, সেটি স্পষ্ট জানাননি তাবিথ। যদিও শোনা যাচ্ছে, আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার। এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘এখনো সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা পরিকল্পনা করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ রুদ্ধদ্বার স্টেডিয়ামে হবে। ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে আসতে দেব না। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে। ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচ ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ থাকবে।’

হামজার সঙ্গে এখনো কথা না হলেও শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেছেন তাবিথ। পাশাপাশি আরও দু-একজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের অপেক্ষায়ও বাফুফে। যেমন আভাস মিলল তাবিথের কথায়, ‘হামজার সঙ্গে বাফুফের দেড় বছর ধরে কথা চলছে। তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে সামনের দিকে সরাসরি বসব। প্রস্তুতি নিচ্ছি এরই মধ্যে আরও দু-একজন খেলোয়াড় পাওয়া যায় কিনা। সব প্রস্তুতি নিয়ে হামজার সঙ্গে বসার চিন্তা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত