নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বয়স একটু কম বলে নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ মূল দলে খেলা হয়নি মো. জুয়েলের। সময়টা ২০১৩। আট বছর পর এই নেপালেই আরেকবার হৃদয় ভাঙল জুয়েলের। এবার জায়গা হলো না জাতীয় দলে। গত মার্চে কাঠমান্ডুর ত্রিদেশীয় টুর্নামেন্টে দলের আশপাশেই থাকলেন। কিন্তু এক মিনিটের জন্যও মাঠে নামা হলো না জাতীয় দলের জার্সি গায়ে।
বয়সভিত্তিক ও জাতীয় দল—স্কোয়াডে ছিলেন দুবারই। আরেকবার ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-২৩ দলে, সেবারও মূল দলে জায়গা হয়নি। দলে থাকেন কিন্তু একাদশে ঠাঁই মেলে না—এ চক্র ঘুরে জুয়েল এবারও ডাক পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক দলে। জায়গা হয়েছে কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের প্রাথমিক দলে। কাল উঠে গেছেন আবাসিক ক্যাম্পেও।
প্রাথমিক দলে জায়গা হওয়ার আনন্দে জুয়েল হাসেন। আনন্দিত হন। একই সঙ্গে পোড়েন আফসোসে। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। মূল দলে তো নয়! মূল দলে সুযোগ হলেও যে খেলতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। সব আফসোস ভুলে বাংলাদেশ পুলিশে খেলা এই স্ট্রাইকার ডুবে আছেন জাতীয় দলের জার্সির জড়ানের স্বপ্নে, ‘ভীষণ আফসোস হয় ম্যাচ খেলতে না পেরে। তিনবার দলে ছিলাম। জার্সিও পেয়েছি, কিন্তু পরে মাঠে নামতে পারিনি। জাতীয় দলের হয়ে খেলতে পারার যে স্বপ্ন–আনন্দ, সেটি কখনো পাইনি। একবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারলে কেউ আমাকে বলতে পারবে না ছেলেটা খারাপ খেলে।’
আরামবাগের সাবেক কোচ ইব্রাহিম খলিল কালা ভাইয়ের হাত ধরে ফুটবলে পথচলা জুয়েলের। সুনামগঞ্জের ছেলে হলেও ঢাকাতেই বেড়ে ওঠা। বিদ্যা-শিক্ষা অর্জন বিকেএসপিতে। তবু জুয়েল তাঁর উঠে আসার সমস্ত কৃতিত্বই দেন কালা ভাইকে। বয়সভিত্তিক ফুটবলে বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা, সাদ উদ্দিনদের সঙ্গে খেলেছেন যাঁরা এখন জাতীয় দলের নিয়মিত ফুটবলার, খেলছেন বড় বড় ক্লাবে। আর আরামবাগ হয়ে জুয়েল সবে খেলছেন বাংলাদেশ পুলিশে।
স্বাধীনতা কাপে চার গোল করেছিলেন। এবারের লিগে এখন পর্যন্ত গোল মাত্র তিনটি। প্রথম পর্বে এক গোলের পর কেবল উত্তর বারিধারার বিপক্ষেই জোড়া গোল। একজন দেশি স্ট্রাইকারের গোল এত কম কেন? জুয়েল বলছেন, তাঁরা সুযোগ পান বড্ড কম, ‘লিগের প্রতিটি দলের মূল স্ট্রাইকার একজন বিদেশি। দলগুলো দেশি স্ট্রাইকারদের তেমন ভরসা করে না। আমি খেলি ক্রিস্টিয়ান কোকুর (আইভরিয়ান স্ট্রাইকার) সহকারী স্ট্রাইকার হিসেবে। বড় ম্যাচে আমার কাজ হলো কোকুকে বল বানিয়ে দেওয়া, নিচে গিয়ে আক্রমণ শাণানো। ছোট দলগুলোর বিপক্ষে চেষ্টা করি গোল করতে।’
জুয়েলের তাই প্রশ্ন, ‘যদি বড় ম্যাচে গোল করারই সুযোগ না পাই তাহলে মানুষ আমাকে চিনবে কেমন করে? জাতীয় দলেই বা সুযোগ হবে কীভাবে?’ উত্তরটা কি জানা আছে সংশ্লিষ্টদের?

ঢাকা: বয়স একটু কম বলে নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ মূল দলে খেলা হয়নি মো. জুয়েলের। সময়টা ২০১৩। আট বছর পর এই নেপালেই আরেকবার হৃদয় ভাঙল জুয়েলের। এবার জায়গা হলো না জাতীয় দলে। গত মার্চে কাঠমান্ডুর ত্রিদেশীয় টুর্নামেন্টে দলের আশপাশেই থাকলেন। কিন্তু এক মিনিটের জন্যও মাঠে নামা হলো না জাতীয় দলের জার্সি গায়ে।
বয়সভিত্তিক ও জাতীয় দল—স্কোয়াডে ছিলেন দুবারই। আরেকবার ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-২৩ দলে, সেবারও মূল দলে জায়গা হয়নি। দলে থাকেন কিন্তু একাদশে ঠাঁই মেলে না—এ চক্র ঘুরে জুয়েল এবারও ডাক পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক দলে। জায়গা হয়েছে কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের প্রাথমিক দলে। কাল উঠে গেছেন আবাসিক ক্যাম্পেও।
প্রাথমিক দলে জায়গা হওয়ার আনন্দে জুয়েল হাসেন। আনন্দিত হন। একই সঙ্গে পোড়েন আফসোসে। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। মূল দলে তো নয়! মূল দলে সুযোগ হলেও যে খেলতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। সব আফসোস ভুলে বাংলাদেশ পুলিশে খেলা এই স্ট্রাইকার ডুবে আছেন জাতীয় দলের জার্সির জড়ানের স্বপ্নে, ‘ভীষণ আফসোস হয় ম্যাচ খেলতে না পেরে। তিনবার দলে ছিলাম। জার্সিও পেয়েছি, কিন্তু পরে মাঠে নামতে পারিনি। জাতীয় দলের হয়ে খেলতে পারার যে স্বপ্ন–আনন্দ, সেটি কখনো পাইনি। একবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারলে কেউ আমাকে বলতে পারবে না ছেলেটা খারাপ খেলে।’
আরামবাগের সাবেক কোচ ইব্রাহিম খলিল কালা ভাইয়ের হাত ধরে ফুটবলে পথচলা জুয়েলের। সুনামগঞ্জের ছেলে হলেও ঢাকাতেই বেড়ে ওঠা। বিদ্যা-শিক্ষা অর্জন বিকেএসপিতে। তবু জুয়েল তাঁর উঠে আসার সমস্ত কৃতিত্বই দেন কালা ভাইকে। বয়সভিত্তিক ফুটবলে বিশ্বনাথ ঘোষ, সোহেল রানা, সাদ উদ্দিনদের সঙ্গে খেলেছেন যাঁরা এখন জাতীয় দলের নিয়মিত ফুটবলার, খেলছেন বড় বড় ক্লাবে। আর আরামবাগ হয়ে জুয়েল সবে খেলছেন বাংলাদেশ পুলিশে।
স্বাধীনতা কাপে চার গোল করেছিলেন। এবারের লিগে এখন পর্যন্ত গোল মাত্র তিনটি। প্রথম পর্বে এক গোলের পর কেবল উত্তর বারিধারার বিপক্ষেই জোড়া গোল। একজন দেশি স্ট্রাইকারের গোল এত কম কেন? জুয়েল বলছেন, তাঁরা সুযোগ পান বড্ড কম, ‘লিগের প্রতিটি দলের মূল স্ট্রাইকার একজন বিদেশি। দলগুলো দেশি স্ট্রাইকারদের তেমন ভরসা করে না। আমি খেলি ক্রিস্টিয়ান কোকুর (আইভরিয়ান স্ট্রাইকার) সহকারী স্ট্রাইকার হিসেবে। বড় ম্যাচে আমার কাজ হলো কোকুকে বল বানিয়ে দেওয়া, নিচে গিয়ে আক্রমণ শাণানো। ছোট দলগুলোর বিপক্ষে চেষ্টা করি গোল করতে।’
জুয়েলের তাই প্রশ্ন, ‘যদি বড় ম্যাচে গোল করারই সুযোগ না পাই তাহলে মানুষ আমাকে চিনবে কেমন করে? জাতীয় দলেই বা সুযোগ হবে কীভাবে?’ উত্তরটা কি জানা আছে সংশ্লিষ্টদের?

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে