লিভারপুল গতকালের আগে সর্বশেষ জয় পেয়েছিল নিজেদের মাঠ অ্যানফিল্ডে। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে জয়হীন ছিল তারা। অবশেষে অল রেডরা জয়ের মুখ দেখেছে। গতকাল লিডসকে তাদের মাঠেই ৬-১ গোলে হারিয়েছে লিভারপুল।
লিডসকে বিধ্বস্ত করে খুশি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষে লিভারপুল কোচ জানিয়েছেন, এ মৌসুমে এই জয়ই তাদের সেরা। অথচ, এর চেয়েও বড় ব্যবধানে তারা জিতেছিল সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ক্লপ বলেছেন, ‘মনে করি, এই মৌসুমে সেরা ম্যাচটি খেলেছি। আমরা প্রতিপক্ষকে ভুল, চাঞ্চল্যকর গোল, তাদের চাপে রেখেছি। দীর্ঘ সময়ের মধ্যে সেরা ম্যাচ ছিল। কিছু কঠিন মুহূর্ত ছিল, একটি অপ্রয়োজনীয় গোল হজম করেছিলাম, তবে এসব ঘটে। এসব বাদে আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম।’
গতকাল শুরু থেকেই লিডসের ওপর আধিপত্য ধরে রাখে লিভারপুল। তবে একের পর এক আক্রমণ করলেও গোল পেতে ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গোলমুখ খুলেছেন ফরোয়ার্ড কোডি গাকপো। ডাচ ফুটবলারের পরেই গোল উৎসব শুরু হয় অল রেডদের। তিন মিনিট পর গোল করেন মোহামেদ সালাহ। মিসরীয়ও ফরোয়ার্ডের গোলের পরেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য ১ গোল শোধ দেয় লিডস। ৪৭ মিনিটে লুইস সিনিসটেরার গোলের বিপরীতে পরে আরও ৪ গোল হজম করে তারা। ডিয়েগো জোতার জোড়া গোলের সঙ্গে পরে আরও ১টি গোল করেছেন সালাহ। আর শেষ গোলটি করেছেন ডারউইন নুনেজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৫ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে