
লিভারপুল গতকালের আগে সর্বশেষ জয় পেয়েছিল নিজেদের মাঠ অ্যানফিল্ডে। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে জয়হীন ছিল তারা। অবশেষে অল রেডরা জয়ের মুখ দেখেছে। গতকাল লিডসকে তাদের মাঠেই ৬-১ গোলে হারিয়েছে লিভারপুল।
লিডসকে বিধ্বস্ত করে খুশি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষে লিভারপুল কোচ জানিয়েছেন, এ মৌসুমে এই জয়ই তাদের সেরা। অথচ, এর চেয়েও বড় ব্যবধানে তারা জিতেছিল সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ক্লপ বলেছেন, ‘মনে করি, এই মৌসুমে সেরা ম্যাচটি খেলেছি। আমরা প্রতিপক্ষকে ভুল, চাঞ্চল্যকর গোল, তাদের চাপে রেখেছি। দীর্ঘ সময়ের মধ্যে সেরা ম্যাচ ছিল। কিছু কঠিন মুহূর্ত ছিল, একটি অপ্রয়োজনীয় গোল হজম করেছিলাম, তবে এসব ঘটে। এসব বাদে আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম।’
গতকাল শুরু থেকেই লিডসের ওপর আধিপত্য ধরে রাখে লিভারপুল। তবে একের পর এক আক্রমণ করলেও গোল পেতে ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গোলমুখ খুলেছেন ফরোয়ার্ড কোডি গাকপো। ডাচ ফুটবলারের পরেই গোল উৎসব শুরু হয় অল রেডদের। তিন মিনিট পর গোল করেন মোহামেদ সালাহ। মিসরীয়ও ফরোয়ার্ডের গোলের পরেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য ১ গোল শোধ দেয় লিডস। ৪৭ মিনিটে লুইস সিনিসটেরার গোলের বিপরীতে পরে আরও ৪ গোল হজম করে তারা। ডিয়েগো জোতার জোড়া গোলের সঙ্গে পরে আরও ১টি গোল করেছেন সালাহ। আর শেষ গোলটি করেছেন ডারউইন নুনেজ।

লিভারপুল গতকালের আগে সর্বশেষ জয় পেয়েছিল নিজেদের মাঠ অ্যানফিল্ডে। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে জয়হীন ছিল তারা। অবশেষে অল রেডরা জয়ের মুখ দেখেছে। গতকাল লিডসকে তাদের মাঠেই ৬-১ গোলে হারিয়েছে লিভারপুল।
লিডসকে বিধ্বস্ত করে খুশি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষে লিভারপুল কোচ জানিয়েছেন, এ মৌসুমে এই জয়ই তাদের সেরা। অথচ, এর চেয়েও বড় ব্যবধানে তারা জিতেছিল সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলে।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ক্লপ বলেছেন, ‘মনে করি, এই মৌসুমে সেরা ম্যাচটি খেলেছি। আমরা প্রতিপক্ষকে ভুল, চাঞ্চল্যকর গোল, তাদের চাপে রেখেছি। দীর্ঘ সময়ের মধ্যে সেরা ম্যাচ ছিল। কিছু কঠিন মুহূর্ত ছিল, একটি অপ্রয়োজনীয় গোল হজম করেছিলাম, তবে এসব ঘটে। এসব বাদে আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম।’
গতকাল শুরু থেকেই লিডসের ওপর আধিপত্য ধরে রাখে লিভারপুল। তবে একের পর এক আক্রমণ করলেও গোল পেতে ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গোলমুখ খুলেছেন ফরোয়ার্ড কোডি গাকপো। ডাচ ফুটবলারের পরেই গোল উৎসব শুরু হয় অল রেডদের। তিন মিনিট পর গোল করেন মোহামেদ সালাহ। মিসরীয়ও ফরোয়ার্ডের গোলের পরেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য ১ গোল শোধ দেয় লিডস। ৪৭ মিনিটে লুইস সিনিসটেরার গোলের বিপরীতে পরে আরও ৪ গোল হজম করে তারা। ডিয়েগো জোতার জোড়া গোলের সঙ্গে পরে আরও ১টি গোল করেছেন সালাহ। আর শেষ গোলটি করেছেন ডারউইন নুনেজ।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২৮ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে