
ম্যানচেস্টার সিটির ফর্ম আন্তর্জাতিক ফুটবলে নিয়ে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল প্রায় নায়ক হয়েই গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
২০২৪ ইউরো বাছাইয়ে গতকাল নরওয়ের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। উলিভাল স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৬১ মিনিটে হালান্ডের পেনাল্টিতে এগিয়ে যায় নরওয়ে। ১-০ তে এগিয়ে থাকা নরওয়ের জয় নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ ৬ মিনিটে সবকিছু বদলে যায়। ৮৪ মিনিটে হালান্ডকে উঠিয়ে নেওয়া হয়। আর শেষ মুহূর্তের জোড়া গোলে ম্যাচ জিতে যায় স্কটল্যান্ড। হালান্ডকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার প্রসঙ্গে নরওয়ের কোচ স্টেল সোলব্যাকেন বলেন, ‘সে (হালান্ড) নিজেই বদলি হওয়ার কথা বলছিল। মাঠে আমরা তাকে ১০-১২ মিনিট বেশি খেলিয়েছি। শেষ কয়েক মিনিট সে খেললেও আমাদের একজন খেলোয়াড় কম মনে হয়েছে। সে ক্লান্ত হয়ে পড়েছিল। এর আগেও সে অনেক বার ৬০ মিনিট খেলেছিল।’
স্কটল্যান্ডের কাছে গতকাল ২-১ গোলে হেরেছে নরওয়ে। ইউরো ২০২৪ এর বাছাইয়ে এখন পর্যন্ত জয় পায়নি সোলব্যাকেনের দল। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ পরাজয় এবং ১ ড্রতে ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার চারে নরওয়ে। স্কটল্যান্ড, নরওয়ের সঙ্গে জর্জিয়া, স্পেন ও সাইপ্রাস। ৩ ম্যাচের ৩ টিতে জিতে ৯ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে স্কটিশরা।

ম্যানচেস্টার সিটির ফর্ম আন্তর্জাতিক ফুটবলে নিয়ে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল প্রায় নায়ক হয়েই গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
২০২৪ ইউরো বাছাইয়ে গতকাল নরওয়ের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। উলিভাল স্টেডিয়ামে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৬১ মিনিটে হালান্ডের পেনাল্টিতে এগিয়ে যায় নরওয়ে। ১-০ তে এগিয়ে থাকা নরওয়ের জয় নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ ৬ মিনিটে সবকিছু বদলে যায়। ৮৪ মিনিটে হালান্ডকে উঠিয়ে নেওয়া হয়। আর শেষ মুহূর্তের জোড়া গোলে ম্যাচ জিতে যায় স্কটল্যান্ড। হালান্ডকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার প্রসঙ্গে নরওয়ের কোচ স্টেল সোলব্যাকেন বলেন, ‘সে (হালান্ড) নিজেই বদলি হওয়ার কথা বলছিল। মাঠে আমরা তাকে ১০-১২ মিনিট বেশি খেলিয়েছি। শেষ কয়েক মিনিট সে খেললেও আমাদের একজন খেলোয়াড় কম মনে হয়েছে। সে ক্লান্ত হয়ে পড়েছিল। এর আগেও সে অনেক বার ৬০ মিনিট খেলেছিল।’
স্কটল্যান্ডের কাছে গতকাল ২-১ গোলে হেরেছে নরওয়ে। ইউরো ২০২৪ এর বাছাইয়ে এখন পর্যন্ত জয় পায়নি সোলব্যাকেনের দল। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ২ পরাজয় এবং ১ ড্রতে ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার চারে নরওয়ে। স্কটল্যান্ড, নরওয়ের সঙ্গে জর্জিয়া, স্পেন ও সাইপ্রাস। ৩ ম্যাচের ৩ টিতে জিতে ৯ পয়েন্টে পয়েন্ট তালিকার শীর্ষে স্কটিশরা।

নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৬ মিনিট আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বিদায় নিল ২০২৫। এল ২০২৬। বিদায়ী বছরের শেষ দিনে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। তাতে নির্ধারিত হয়েছে ২০২৫-২৬ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ ষোলোর লাইনআপ।
১ ঘণ্টা আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে । তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ।
১ ঘণ্টা আগে