‘আর্থিক কেলেঙ্কারিতে’ পয়েন্ট হারানোয় জুভেন্টাসের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা সুতোয় ঝুলছিল। শেষ সম্ভাবনাটুকুও গতকাল শেষ হয়ে গেছে তাদের। দীর্ঘ এক যুগ পর চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছে না তুরিনের বুড়িরা।
গতকাল আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিরি আ তে মুখোমুখি হয় জুভেন্টাস-এসি মিলান। দুই দলের কাছেই এটা ছিল মৌসুমের ৩৭ তম ম্যাচ। গতকালের ম্যাচের আগে জুভেন্টাসের ছিল ৫৯ পয়েন্ট এবং মিলানের পয়েন্ট ছিল ৬৪। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে জুভেন্টাসের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে শেষ দুই ম্যাচে হারতে হতো মিলানকে। তবে গতকালই নিশ্চিত হয়ে গেছে মিলানের আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। অলিভিয়ার জিরুর গোলে জুভেন্টাসকে ১-০ গোলে হারায় মিলান। আগামী মৌসুমে তুরিনের বুড়িদের চ্যাম্পিয়নস লিগে খেলার আশা শেষ হয়ে যায় এখানেই। ৩৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মিলান এবং ৫৯ পয়েন্ট নিয়ে সাতে জুভেন্টাস। সবশেষ ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেনি জুভেন্টাস।
এ বছরের জানুয়ারিতে দলবদলের চুক্তি ও টাকা পয়সা নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর ফেডারেল কোর্টের আপিলে ১৫ পয়েন্ট ফিরে পায় তুরিনের বুড়িরা। এরপর এম্পোলির বিপক্ষে ম্যাচের দিন কেটে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট। ১০ পয়েন্ট না কাটা গেলে এখন ৬৯ পয়েন্ট নিয়ে সেরা চারে থাকা নিশ্চিত হয়ে যেত জুভেন্টাসের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৩২ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে