Ajker Patrika

আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ১৮
রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
রেফারির সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি

হুট করে মাথা গরম করার ঘটনা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একেবারে নতুন কিছু নয়। কখনো দর্শকদের প্রতি, কখনো সতীর্থ বা প্রতিপক্ষের ফুটবলার, কখনোবা রেফারিদের সঙ্গে রোনালদোর লেগে যায়। সৌদি প্রো লিগে গত রাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ ধরে রাখতে পারেননি।

রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরান দেখেছেন লাল কার্ড। প্রতিপক্ষ ফুটবলারের পিঠে চাপড় মারার কারণে রেফারি দুরানকে লাল কার্ড দেখান। এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট রোনালদো তৎক্ষণাৎ রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে পর্তুগিজ ফরোয়ার্ড ক্ষিপ্ত হয়ে বল লাথি মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন কাণ্ড ছড়িয়ে পড়েছে। এই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর।

আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। ৪৭ মিনিটে গোলমুখ খোলেন আল নাসরের আয়মান ইয়াহিয়া। সমতাসূচক গোল ৫৫ মিনিটে করেছেন আল ইত্তিফাকের ফরোয়ার্ড জর্জিনিও ভিনালদাম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে এই গোলের সিদ্ধান্ত দিতে হয়েছে। ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি আল নাসরের। ৫৫ মিনিটে এই গোলটি করেছেন দলটির ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল।

যে ফাতিলের গোলে আল নাসর এগিয়ে যায়, তিনিই ৮২ মিনিটে আত্মঘাতী গোল করে আল ইত্তিফাককে সমতায় ফিরিয়েছেন। ২-২ সমতায় থাকা ম্যাচে ব্যবধান গড়ে দেন ভিনালদাম। জয়সূচক গোলটি তিনি করেন ৮৯ মিনিটে। ৩-২ গোলে হারের পর আল নাসরের পয়েন্ট ২১ ম্যাচে ৪৪। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে।

৫২ ও ৪৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে রয়েছে আল ইত্তিহাদ ও আল হিলাল। দুটি দলই খেলেছে ২০টি করে ম্যাচ। বাংলাদেশ সময় আজ রাতে মুখোমুখি হবে দল দুটি। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে থাকা দলটি আল কাদিসিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত