
আগামীকাল বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ভালোই চাপে রাখল ইনজুরির প্রকোপ। দলটির বেশ কয়েকজন ফুটবলার ভুগছেন চোটে। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একাদশ সাজাতেই হিমশিম অবস্থা দলটির ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিকের।
এই মুহূর্তে ইনজুরিতে আছেন অধিনায়ক হ্যারি ম্যাগুইরে, জ্যাডন স্যানচো, পল পগবা, ফ্রেড, এডিনসন কাভানি, অ্যারন ভান-বিস্যাকা এবং লুক শ। আর্সেনালের বিপক্ষের ম্যাচে চোটে পড়েছেন প্রথম দুজন। দুজনেরই চোট হাঁটুতে। বাকিদের একেক জনের একেক সমস্যা। শিষ্যদের গড়পড়তা চোটে দুশ্চিন্তায় ঘুম হারাম রাংনিকের। ম্যাচের আগের দিন বুধবার জার্মান কোচ জানালেন খেলোয়াড় সংকটে ভুগছেন তাঁরা।
জার্মান কোচের দাবি, মহারণের আগে ম্যানইউর মাত্র ১৪ জন খেলোয়াড় ফিট আছেন। আজ ম্যানইউ কোচ রাংনিক বলেছেন, 'আমাদের দলে ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় দুদিন ধরে অনুশীলন করছে না। দলে এখন ফিট খেলোয়াড় আছেন কেবল ১৪ জন। আমরা আমাদের সম্ভাব্য সেরা দল নিয়েই (জেতার) চেষ্টা করব। দলের তরুণদের জন্য এটা বড় সুযোগ।'
চোট জর্জর ম্যাচটিতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কারণ সেরা চারে থেকে লিগ মৌসুম শেষ করতে তাদের জিততে হবে বাকি সব ম্যাচ। শুধু তাই নয়, অমঙ্গল কামনা করতে হবে লন্ডনের তিন ক্লাব চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনালের জন্য। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে ম্যানইউ এখন পয়েন্ট তালিকার ছয়ে।
৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট রোনালদোদের। দুই পয়েন্ট পিছিয়ে সাতে নেমেছে ওয়েস্টহাম ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহাম। চারে থাকা আর্সেনালের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে থাকল চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। ৭৯ পয়েন্ট লিভারপুলের। শীর্ষ দুই দল ম্যাচ খেলেছে ৩৩ টি।

আগামীকাল বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ভালোই চাপে রাখল ইনজুরির প্রকোপ। দলটির বেশ কয়েকজন ফুটবলার ভুগছেন চোটে। চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে একাদশ সাজাতেই হিমশিম অবস্থা দলটির ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিকের।
এই মুহূর্তে ইনজুরিতে আছেন অধিনায়ক হ্যারি ম্যাগুইরে, জ্যাডন স্যানচো, পল পগবা, ফ্রেড, এডিনসন কাভানি, অ্যারন ভান-বিস্যাকা এবং লুক শ। আর্সেনালের বিপক্ষের ম্যাচে চোটে পড়েছেন প্রথম দুজন। দুজনেরই চোট হাঁটুতে। বাকিদের একেক জনের একেক সমস্যা। শিষ্যদের গড়পড়তা চোটে দুশ্চিন্তায় ঘুম হারাম রাংনিকের। ম্যাচের আগের দিন বুধবার জার্মান কোচ জানালেন খেলোয়াড় সংকটে ভুগছেন তাঁরা।
জার্মান কোচের দাবি, মহারণের আগে ম্যানইউর মাত্র ১৪ জন খেলোয়াড় ফিট আছেন। আজ ম্যানইউ কোচ রাংনিক বলেছেন, 'আমাদের দলে ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কয়েকজন খেলোয়াড় দুদিন ধরে অনুশীলন করছে না। দলে এখন ফিট খেলোয়াড় আছেন কেবল ১৪ জন। আমরা আমাদের সম্ভাব্য সেরা দল নিয়েই (জেতার) চেষ্টা করব। দলের তরুণদের জন্য এটা বড় সুযোগ।'
চোট জর্জর ম্যাচটিতে জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। কারণ সেরা চারে থেকে লিগ মৌসুম শেষ করতে তাদের জিততে হবে বাকি সব ম্যাচ। শুধু তাই নয়, অমঙ্গল কামনা করতে হবে লন্ডনের তিন ক্লাব চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনালের জন্য। শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতে ম্যানইউ এখন পয়েন্ট তালিকার ছয়ে।
৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট রোনালদোদের। দুই পয়েন্ট পিছিয়ে সাতে নেমেছে ওয়েস্টহাম ইউনাইটেড। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহাম। চারে থাকা আর্সেনালের সংগ্রহ ৬০ পয়েন্ট। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে থাকল চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৮০ পয়েন্ট। ৭৯ পয়েন্ট লিভারপুলের। শীর্ষ দুই দল ম্যাচ খেলেছে ৩৩ টি।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১২ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৩৮ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে