
সান্তিয়াগো বার্নাব্যুতে চোখের নোনাজল ফেলে আসা কাসেমিরো ওল্ড ট্রাফোর্ডে পা রাখতেই মুখে সে কী চওড়া হাসি! ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে সাদর সম্ভাষণ জানাতেও দেরি করেনি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।
কাসেমিরো এমন রাতে রেড ডেভিলদের ডেরায় এসেছেন, যে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসেরই সবচেয়ে বড় দ্বৈরথ; তাতে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাঁর নতুন দল ম্যান ইউনাইটেড। ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করতে পারায় বেশ উচ্ছ্বসিত তিনি।
পরের ম্যাচ থেকে উচ্ছ্বাসটা অবশ্য মাঠে নেমেই করতে চান কাসেমিরো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলনেও তর সইছে না তাঁর। যদিও এরিক টেন হাগের শুরুর একাদশে ব্রাত্য হয়ে পড়া রোনালদো ক্লাব ছাড়তে আরও সপ্তাহখানেক সময় পাচ্ছেন। তবে রিয়ালে থাকতেই কাসেমিরো বলে এসেছেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে আবারও বন্ধন গড়ে তোলার অপেক্ষায় তিনি। ম্যান ইউনাইটেডে এসেও সে কথাই বললেন, ‘রোনালদোর সঙ্গে এখনো (গত রাত পর্যন্ত) আমার কথা হয়নি। ওর সঙ্গে আবার খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়, বিশ্বসেরাদের একজন। আশা করি ও থেকে যাবে (ওল্ড ট্রাফোর্ডে)।’
রিয়াল মাদ্রিদে কিংবদন্তি সব কোচের সান্নিধ্য পেয়েছেন কাসেমিরো। ২০১৩ সালে হোসে মরিনহোকে দিয়ে শুরু। সময়ের পরিক্রমায় সেখানে আরও পেয়েছেন জিনেদিন জিদান-কার্লো আনচেলত্তিদের মতো ‘মাস্টারমাইন্ড’দের। এবার এরিক টেন হাগের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে উন্মুখ ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ‘ক্যারিয়ারে অনেক বড় মাপের ম্যানেজারদের সঙ্গে কাজ করেছি। এরিক (টেন হাগ) ও তাঁর স্টাফদের সঙ্গেও সামনের সময়গুলোতে নিবিড়ভাবে কাজ করতে আমি উন্মুখ।’

সান্তিয়াগো বার্নাব্যুতে চোখের নোনাজল ফেলে আসা কাসেমিরো ওল্ড ট্রাফোর্ডে পা রাখতেই মুখে সে কী চওড়া হাসি! ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে সাদর সম্ভাষণ জানাতেও দেরি করেনি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।
কাসেমিরো এমন রাতে রেড ডেভিলদের ডেরায় এসেছেন, যে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসেরই সবচেয়ে বড় দ্বৈরথ; তাতে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাঁর নতুন দল ম্যান ইউনাইটেড। ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করতে পারায় বেশ উচ্ছ্বসিত তিনি।
পরের ম্যাচ থেকে উচ্ছ্বাসটা অবশ্য মাঠে নেমেই করতে চান কাসেমিরো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলনেও তর সইছে না তাঁর। যদিও এরিক টেন হাগের শুরুর একাদশে ব্রাত্য হয়ে পড়া রোনালদো ক্লাব ছাড়তে আরও সপ্তাহখানেক সময় পাচ্ছেন। তবে রিয়ালে থাকতেই কাসেমিরো বলে এসেছেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে আবারও বন্ধন গড়ে তোলার অপেক্ষায় তিনি। ম্যান ইউনাইটেডে এসেও সে কথাই বললেন, ‘রোনালদোর সঙ্গে এখনো (গত রাত পর্যন্ত) আমার কথা হয়নি। ওর সঙ্গে আবার খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়, বিশ্বসেরাদের একজন। আশা করি ও থেকে যাবে (ওল্ড ট্রাফোর্ডে)।’
রিয়াল মাদ্রিদে কিংবদন্তি সব কোচের সান্নিধ্য পেয়েছেন কাসেমিরো। ২০১৩ সালে হোসে মরিনহোকে দিয়ে শুরু। সময়ের পরিক্রমায় সেখানে আরও পেয়েছেন জিনেদিন জিদান-কার্লো আনচেলত্তিদের মতো ‘মাস্টারমাইন্ড’দের। এবার এরিক টেন হাগের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে উন্মুখ ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ‘ক্যারিয়ারে অনেক বড় মাপের ম্যানেজারদের সঙ্গে কাজ করেছি। এরিক (টেন হাগ) ও তাঁর স্টাফদের সঙ্গেও সামনের সময়গুলোতে নিবিড়ভাবে কাজ করতে আমি উন্মুখ।’

ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
৩ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৩২ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে