
পেপ গার্দিওলাকে খোঁচা মারার স্বভাবটা জলাতান ইব্রাহিমোভিচের পুরোনো। তাই সুযোগ পেলেই গার্দিওলাকে খোঁচা মারতে ছাড়েন না সুইডিশ এই স্ট্রাইকার। সাবেক গুরুকে তেমনি এক কটাক্ষকে করেছেন ইব্রাহিমোভিচ গত শুক্রবার। আজ এসি মিলানের স্ট্রাইকারের কটাক্ষের জবাব দিয়েছেন গার্দিওলা। উপহাসের সুরে ম্যানচেস্টার সিটির কোচ জানিয়েছেন, ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে।
আর্লিং হালান্ডের প্রশংসা করতে গিয়ে সাবেক গুরুকে খোঁচা দিয়েছেন ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে আছেন হালান্ড। এ মৌসুমে সব মিলিয়ে ১৬ ম্যাচে ২২ গোল করেছেন এই নওরোজিয়ান স্ট্রাইকার। সঙ্গে সতীর্থদের দিয়ে ৩ গোলে সহায়তাও করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মের পরও ইব্রাহিমোভিচ মনে করেন ম্যানসিটি স্ট্রাইকারের আরও ভালো করার সামর্থ্য আছে। তবে এটা নির্ভর করবে গার্দিওলার সিদ্ধান্তের ওপর। তিনি বলেছেন, ‘হালান্ডকে আরও বড় ফুটবলার হতে দেবেন কি না সেটা নির্ভর করবে গার্দিওলার দম্ভের ওপর।’
ইব্রামোভিচের এই সমালোচনার জবাবে গার্দিওলা বলেছেন, ‘সে সঠিক, সে সম্পূর্ণরূপে ঠিক বলেছে। এই ক্লাব ও দলে প্রত্যেক ব্যক্তি ও খেলোয়াড়ের পেছনে আমার দাম্ভিকতা আছে। যখন হালান্ড হ্যাটট্রিক করে ও সব আলো তার ওপরে পড়ে তখন এটি একদমই পছন্দ করি না। খুব ঈর্ষান্বিত! সত্যি বলতে, খুবই ঈর্ষান্বিত হই!’
এরপরেই গার্দিওলা তাচ্ছিল্যের সুরে ইব্রাহিমোভিচ উদ্দেশ্য করে বলেছেন, ‘হালান্ডকে বলেছি, দয়া করে আর গোল করিও না। অন্যথা সংবাদমাধ্যমগুলো আমাকে ও আমার সম্পর্কে কোনো কথা বলবে না। ইব্রাহিমোভিচ সঠিক। সে আমাকে ভালোভাবেই জানে। এ কারণেই সে হয়তো আরেকটি বই লিখতে পারে।’
বার্সেলোনাতে খেলার সময় গার্দিওলার সঙ্গে দা-কুমড়া সম্পর্ক তৈরি হয় ইব্রামোভিচের। বার্সাতে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে না পারার পেছনে গার্দিওলার প্রভাব দেখেন তিনি। এরপর থেকেই বার্সার সাবেক কোচকে শত্রু হিসেবে দেখেন এই সুইডিশ স্ট্রাইকার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সাতে ২৯ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তিনি।

পেপ গার্দিওলাকে খোঁচা মারার স্বভাবটা জলাতান ইব্রাহিমোভিচের পুরোনো। তাই সুযোগ পেলেই গার্দিওলাকে খোঁচা মারতে ছাড়েন না সুইডিশ এই স্ট্রাইকার। সাবেক গুরুকে তেমনি এক কটাক্ষকে করেছেন ইব্রাহিমোভিচ গত শুক্রবার। আজ এসি মিলানের স্ট্রাইকারের কটাক্ষের জবাব দিয়েছেন গার্দিওলা। উপহাসের সুরে ম্যানচেস্টার সিটির কোচ জানিয়েছেন, ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে।
আর্লিং হালান্ডের প্রশংসা করতে গিয়ে সাবেক গুরুকে খোঁচা দিয়েছেন ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে আছেন হালান্ড। এ মৌসুমে সব মিলিয়ে ১৬ ম্যাচে ২২ গোল করেছেন এই নওরোজিয়ান স্ট্রাইকার। সঙ্গে সতীর্থদের দিয়ে ৩ গোলে সহায়তাও করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মের পরও ইব্রাহিমোভিচ মনে করেন ম্যানসিটি স্ট্রাইকারের আরও ভালো করার সামর্থ্য আছে। তবে এটা নির্ভর করবে গার্দিওলার সিদ্ধান্তের ওপর। তিনি বলেছেন, ‘হালান্ডকে আরও বড় ফুটবলার হতে দেবেন কি না সেটা নির্ভর করবে গার্দিওলার দম্ভের ওপর।’
ইব্রামোভিচের এই সমালোচনার জবাবে গার্দিওলা বলেছেন, ‘সে সঠিক, সে সম্পূর্ণরূপে ঠিক বলেছে। এই ক্লাব ও দলে প্রত্যেক ব্যক্তি ও খেলোয়াড়ের পেছনে আমার দাম্ভিকতা আছে। যখন হালান্ড হ্যাটট্রিক করে ও সব আলো তার ওপরে পড়ে তখন এটি একদমই পছন্দ করি না। খুব ঈর্ষান্বিত! সত্যি বলতে, খুবই ঈর্ষান্বিত হই!’
এরপরেই গার্দিওলা তাচ্ছিল্যের সুরে ইব্রাহিমোভিচ উদ্দেশ্য করে বলেছেন, ‘হালান্ডকে বলেছি, দয়া করে আর গোল করিও না। অন্যথা সংবাদমাধ্যমগুলো আমাকে ও আমার সম্পর্কে কোনো কথা বলবে না। ইব্রাহিমোভিচ সঠিক। সে আমাকে ভালোভাবেই জানে। এ কারণেই সে হয়তো আরেকটি বই লিখতে পারে।’
বার্সেলোনাতে খেলার সময় গার্দিওলার সঙ্গে দা-কুমড়া সম্পর্ক তৈরি হয় ইব্রামোভিচের। বার্সাতে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে না পারার পেছনে গার্দিওলার প্রভাব দেখেন তিনি। এরপর থেকেই বার্সার সাবেক কোচকে শত্রু হিসেবে দেখেন এই সুইডিশ স্ট্রাইকার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সাতে ২৯ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তিনি।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৫ ঘণ্টা আগে