
ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে স্টামফোর্ড ব্রিজে মাঠে নেমেছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যাচে বল দখলে ও আক্রমণে একক আধিপত্য দেখিয়েও জিততে পারেনি চেলসি। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল চেলসি। একের পর পর এক আক্রমণে চেপে ধরে ম্যানইউকে। তবে গোলের দেখা পাচ্ছিল না টমাস টুখেলের দল। ৩১ মিনিটের সময় আন্টোনিও রুডিগারের শট গোল পোস্টে না লাগলে অবশ্য এগিয়ে যেত পারত চেলসি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে চেলসি। তবে ৫০ তম মিনিটে তাদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের বাইরে থেকে ছুটে এসে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে বল জালে জড়ায় জাদোন সাঞ্চো। এই লিড অবশ্য ধরে রাখতে পারেনি ম্যানইউ।
৬৯ তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান জর্জিনিয়ো। ডি-বক্সে থিয়াগো সিলভাকে ইউনাইটেড ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। বেঞ্চে বসে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন এর ঠিক ৫ মিনিট আগে। বাকি সময়ে নিজেকে মেলে ধরতে পারেনি পর্তুগিজ মহাতারকা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
জিততে না পারলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরে টুখেলের দল। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছয়ে আছে সিটি। সমান ম্যাচে সিটির চেয়ে আবার ১ পয়েন্ট কম নিয়ে তিনে লিভারপুল।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে স্টামফোর্ড ব্রিজে মাঠে নেমেছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যাচে বল দখলে ও আক্রমণে একক আধিপত্য দেখিয়েও জিততে পারেনি চেলসি। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল চেলসি। একের পর পর এক আক্রমণে চেপে ধরে ম্যানইউকে। তবে গোলের দেখা পাচ্ছিল না টমাস টুখেলের দল। ৩১ মিনিটের সময় আন্টোনিও রুডিগারের শট গোল পোস্টে না লাগলে অবশ্য এগিয়ে যেত পারত চেলসি। শেষ পর্যন্ত গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে চেলসি। তবে ৫০ তম মিনিটে তাদের স্তব্ধ করে দিয়ে ম্যাচে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের বাইরে থেকে ছুটে এসে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় চেলসি গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে বল জালে জড়ায় জাদোন সাঞ্চো। এই লিড অবশ্য ধরে রাখতে পারেনি ম্যানইউ।
৬৯ তম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে চেলসিকে সমতায় ফেরান জর্জিনিয়ো। ডি-বক্সে থিয়াগো সিলভাকে ইউনাইটেড ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা ফাউল করলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। বেঞ্চে বসে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন এর ঠিক ৫ মিনিট আগে। বাকি সময়ে নিজেকে মেলে ধরতে পারেনি পর্তুগিজ মহাতারকা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দু’দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
জিততে না পারলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরে টুখেলের দল। দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটি আছে তালিকার দুই নম্বরে। চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছয়ে আছে সিটি। সমান ম্যাচে সিটির চেয়ে আবার ১ পয়েন্ট কম নিয়ে তিনে লিভারপুল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে